Kakdwip News: ট্রেন লাইনের ধার থেকে উদ্ধার ২ স্কুল ছাত্রীর দেহ, চাঞ্চল্য কাকদ্বীপে
Namkhana News: ট্রেন লাইনের ধার থেকে দুই স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা তৈরি হল। ঘটনাটি ঘটেছে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে।
গৌতম মণ্ডল, কাকদ্বীপ: শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনের (Namkhana Line) নিশ্চিতপুর ও করঞ্জলীর স্টেশনের মাঝে ট্রেন লাইন থেকে দুই স্কুল ছাত্রীর (School girls dead body) দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কাকদ্বীপের (Kakdwip) হারুড পয়েন্ট কোস্টাল থানা এলাকার বাসিন্দা ওই দুই ছাত্রী। স্থানীয় একটি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে প্রাইভেট টিউশন যাওয়ার জন্য বেরিয়েছিল দুই বান্ধবী। তারপর থেকে নিখোঁজ ছিল দুজন। রবিবার সকালে জিআরপি কর্মীরা নামখানা লাইনের নিশ্চিতপুর ও করঞ্জলীর স্টেশনের মাঝে ট্রেন লাইন থেকে তাদের মৃতদেহ দুটি উদ্ধার করে। এই ঘটনায় হারুডপয়েন্ট কোস্টাল থানা মৃত দুই ছাত্রীর ৩ বন্ধুকে আটক করেছে। আটক ৩ জনই একদাশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া। সম্পর্কের টানাপোড়েনের জেরে ওই দুই বান্ধবী আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তাদের তরফে জানানো হয়েছে, ডায়মন্ড হারবার হাসপাতালের মর্গে দুই বান্ধবীর দেহের ময়নাতদন্ত হবে। তারপরই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে। এদিকে ওই দুই ছাত্রীর মৃত্যুর কারণ নিয়ে পরিবারও ধোঁয়াশায়। ঘটনার কথা জানাজানি হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, একজন নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ভীমপুর থানার নারায়ণপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ তারিখ সকাল থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। মেয়েটির দাদু শনিবার ভীমপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই নাবালিকার প্রেমিককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে ভীমপুর থানার পুলিশ। তাদের জেরায় ধৃত যুবক স্বীকার করে যে ওই নাবালিকার সঙ্গে তার তিন বছর ধরে সম্পর্ক ছিল। আর সেই নাবালিকাকে মেরে পুঁতে দিয়েছে। এই ঘটনার কথা প্রকাশ্যে আশার পর তীব্র উত্তেজনা দেখা গেছে স্থানীয় এলাকায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Malda News: বিরোধীদের দাঁত ভাঙার ও জিভ টেনে ছেঁড়ার হুমকি মালদার তৃণমূল সভাপতির