South 24 Parganas:ডাকাতির আগেই অস্ত্র-সহ গ্রেফতার ৩
3 Arrested At Bishnupur:ছক ছিল ডাকাতির। তার আগেই আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন জন যাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের। বিষ্ণুপুরের সামালি এলাকায় ঘটনাটি ঘটে।
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ছক ছিল ডাকাতির (Dacoity)। তার আগেই আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার (Arrest) তিন জন যাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের (police)। বিষ্ণুপুরের সামালি এলাকায় ঘটনাটি ঘটে।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুর থানার সামালি এলাকায় বেশ কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। গোপন সূত্রে সেই খবর তাঁদের গ্রেফতার করে পুলিশ। তবে কয়েকজন পালিয়ে গিয়েছে বলে খবর। যদিও ধৃতদের থেকে একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, চপার, আয়রন রড ইত্যাদি উদ্ধার হয়েছে। আজ তাঁদের আলিপুর আদালতে তোলার কথা। হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। জেরায় জানা গিয়েছে, সামালি এলাকাতেই একটি কারখানায় ডাকাতির জন্য জড়ো হয়েছিল দলটি। এর আগে, গত অক্টোবরেও মালদায় ডাকাতির ছক বানচাল করে পুলিশ।
মালদায় বানচাল ডাকাতির ছক...
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার রামু টোলা এলাকায় অভিযান চালানো হয়েছিল। সেখান থেকেই আগ্নেয়াস্ত্রের খোঁজ মেলে। গ্রেফতার করা হয় ফিটু শেখ এবং রোহন শেখ নামে দুই সন্দেহভাজন দুষ্কৃতীকে। তদন্তকারীদের ধারণা, মানিকচক এলাকায় ডাকাতির বড়সড় উদ্দেশ্য ছিল এই দুই দুষ্কৃতীদের। সেই জন্যই জড়ো হয়েছিল তারা, খবর পুলিশ সূত্রে। উল্লেখ্য পুজোর আগে খাস কলকাতার বুকে কার্যত একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। পুজোর আগে বরাহনগর সোনাপট্টিতে বড়সড় ডাকাতির ছক কষেছিল বরাহনগর এ কে মুখার্জি রোডের বাসিন্দা কুখ্যাত দুস্কৃতি শুভম ভট্টাচার্য ওরফে কদম ও তাঁর চার সহযোগী। পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে, ভোর রাতে ওই দুষ্কৃতি দল যখন বাইকে চেপে ডাকাতির উদ্দেশ্যে বরাহনগর সোনাপট্টিতে জড়ো হয়েছিল। সেখান থেকেই তাদের আটক করে পুলিশ। এরপরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ, একটি চপার উদ্ধার করে। এবং তা বাজেয়াপ্ত করে। সঙ্গে যে বাইকে করে পাঁচ জনের মধ্যে দুই জন এসেছিল, সেই বাইকটিও আটক করা হয়েছিল। পরে কদম-সহ পাঁচ দুস্কৃতিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম অভিজিৎ সরকার, সুদীপ্ত সাউ, রবিশঙ্কর দত্ত চৌধুরী, শুভঙ্কর মালাকার। তার আগে, গত জুন মাসের মাঝমাঝিও পুলিশের তৎপরতায়,বড়সড় এক ডাকাতির ছক বানচাল হয়। তবে সেটা উত্তর ২৪ পরগনা নয়, ঘটনাটা ঘটেছিল মালদা জেলায়। মালদার চাঁচল থানার পুলিশের তৎপরতায় মূলত তা সম্ভব হয়। রাতে পুলিশি অভিযান চলাকালিন চাঁচলের পাহারপুর এলাকা থেকে অস্ত্র সমেত ছয় জনের ডাকাত দলকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ।
আরও পড়ুন:জরিমানা না দেওয়ায় মানিক ভট্টাচার্যর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ বিচারপতির