Coochbehar: বাংলাদেশ থেকে আকাশপথে বেলুনে সম্প্রীতির বার্তা দিনহাটার প্রাথমিক বিদ্যালয়ে
Coochbehar News: বাংলাদেশের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শিক্ষা বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভারত-বাংলাদেশ সম্প্রীতির আরও এক উজ্জ্বল চিত্র। আকাশপথে উড়ে গেল বাংলাদেশের (Bangladesh) বার্তা। যা দেখে উৎসাহিত দিনহাটার প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। দিনহাটার বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ কিশামত দশগ্রাম নিউ প্রাথমিক বিদ্যালয়। সেখানেই এমন সুন্দর দৃশ্য নজরে এল।
বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধন
বাংলাদেশের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শিক্ষা বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। যার স্মারক বার্তা এল এপার বাংলায়ও। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বৃহস্পতিবার দুপুরে যখন মিড ডে মিলের খাবার খাচ্ছিল সেই সময় স্কুল চত্ত্বরে উড়ে এসে পরে বেশ কিছু লাল সবুজ রঙের বেলুন, তাতে কিছু লেখা বার্তা! এর পরেই খাওয়া ফেলে ছুটে গিয়ে বেলুন ধরে ফেলে কচি কাচারা। বেলুন হাতে পেয়েই অবাক স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। প্রতিবেশী দেশ থেকে এই বার্তা এসে পৌছেছে ভারতের এই এই স্কুলে।
ভারতের কিশামত দশগ্রাম থেকে বাংলাদেশের কালীগঞ্জ উপজেলার দূরত্ব ৫০ কিলোমিটারের কম, আকাশ পথে দূরত্ব আরো অনেকটাই কম। তাই বাংলাদেশের উদ্বোধনের সময় উড়িয়ে দেওয়া বেলুন হাওয়ায় ভর করেই কাকতালীয় ভাবে ভারতের একটি প্রাথমিক স্কুলে এসে পৌছেছে। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সৈকত সরকার বলেন "হঠাৎ ই বাচ্চারা দেখতে পায় স্কুল চত্বরে বেলুন এসে পড়ছে, স্বাভাবিকভাবেই কৌতুহলবশত তারা গিয়ে তা ধরে আনে, এরপরেই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বার্তা বহনকারী পোস্টারটি দেখা যায়।'' তিনি বলেন বিষয়টা কাকতালীয় হলেও বাংলাদেশের প্রাথমিক স্কুলের খেলার বার্তা প্রাথমিক স্কুলের ছাত্রদের হাতেই এসে পড়েছে, সকলেই যেমন উৎসাহিত তেমনি খুশিও।
উল্লেখ্য়, ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ ব্যবস্থায় জুড়েছে একটি ট্রেন। মিতালী এক্সপ্রেসে জুড়েছে এনজেপি ও ঢাকা। প্রথমে মৈত্রি এক্সপ্রেস, তারপরে বন্ধন এক্সপ্রেস। পর আরও একটি ট্রেন। এবার মিতালী এক্সপ্রেস। দ্রুত গতিতে স্টেশন ক্রস করছে একটি এসি ট্রেন। দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করতেই এই ব্যবস্থা।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে বাংলা বিধানসভাতেও ক্রস ভোট! কার ১টি ভোট পড়ল দ্রৌপদীর পক্ষে?






















