Kolkata News: অস্ত্র হাতে সরকারি চিকিৎসাকেন্দ্রে তাণ্ডব, গ্রেফতার অভিযুক্ত
ধারাল অস্ত্র নিয়ে সরকারি চিকিৎসাকেন্দ্রে তাণ্ডব চালালেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনা মোমিনপুরের খিদিরপুর সার্ভিস ডিসপেন্সারিতে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: মোমিনপুরে অস্ত্র হাতে সরকারি চিকিৎসাকেন্দ্রে ঢুকে পড়লেন ব্যক্তি। বেশ কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর পুলিশ এসে আটক করে অভিযুক্তকে। ওই ব্যক্তি মত্ত ছিলেন বলে দাবি করেছেন চিকিৎসাকেন্দ্রের কর্মীরা। কী কারণে অস্ত্র নিয়ে চড়াও হলেন তিনি? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
অস্ত্র হাতে সরকারি চিকিৎসাকেন্দ্রে তাণ্ডব: ধারাল অস্ত্র নিয়ে সরকারি চিকিৎসাকেন্দ্রে তাণ্ডব চালালেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনা মোমিনপুরের খিদিরপুর সার্ভিস ডিসপেন্সারিতে। চিকিৎসাকেন্দ্রের কর্মীদের দাবি, মোমিনপুরের বাসিন্দা নিজামউদ্দিন খান প্রায়ই এখানে চিকিৎসা করাতে আসতেন। শুক্রবার দুপুরে স্ত্রীকে নিয়ে চিকিৎসাকেন্দ্রে আসেন তিনি। অভিযোগ, আচমকা ব্য়াগ থেকে ধারাল অস্ত্র বের করে ভয় দেখাতে শুরু করেন নিজামউদ্দিন। সে সময় চিকিৎসাকেন্দ্রে বেশ কয়েকজন রোগী ছিলেন। সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। চিকিৎসকরাই ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে আসে একবালপুর থানার পুলিশ। চিকিৎসাকেন্দ্রের কর্মীদের দাবি, নেশাগ্রস্ত ছিলেন ওই ব্যক্তি। নিজামউদ্দিন খান ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ধারাল অস্ত্রগুলি। কী কারণে ধারাল অস্ত্র নিয়ে সরকারি চিকিৎসাকেন্দ্রে চড়াও হয়েছিলেন ওই ব্যক্তি, খতিয়ে দেখছে একবালপুর থানার পুলিশ।
প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে গতকাল সল্টলেকের সুকান্তনগরে মাদক কারবারের পর্দাফাঁস করল রাজ্য পুলিশের এসটিএফ। আর তাতে যে চাঞ্চল্য়কর তথ্য সামনে এসেছে, তা হল পশুপালনের আড়ালে মাদকের কারবার। তাও আবার কোনও বাড়ি বা খামারে নয়, একেবারে এসি লাগানো ফ্ল্যাটের ভিতরে। বুধবার সন্ধেয় সল্টলেক সেক্টর ফোরের নওভাঙা এলাকার এই ভাড়ার ফ্ল্যাটে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ।
এসটিএফ সূত্রে দাবি, তল্লাশি অভিযানে সাড়ে ৩ কেজি ব্রাউন সুগার, দেড় কেজি রাসায়নিক ও নগদ সাড়ে ৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এসটিএফ সূত্রে দাবি, মাদক, রাসায়নিক ও নগদ মিলিয়ে আনুমানিক ৫ কোটি টাকার জিনিস উদ্ধার হয়েছে। এই ঘটনায় মবিন খান ও মেহতাব বেগম নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এসটিএফ সূত্রে খবর, এই বহুতলের পাঁচতলায় এক বছর আগে দুটি ফ্ল্যাট ভাড়া নেন মবিন ও মেহতাব। তার মধ্যে একটি ফ্ল্যাটে দম্পতি থাকতেন। অবাক করে দেওয়ার মতো বিষয় হল, আরেকটি ফ্ল্যাটে থাকত শুধু ছাগল।এসি লাগানো সেই ফ্ল্যাট। খাটও রয়েছে সেখানে! এসটিএফ সূত্রে দাবি, ছাগল প্রতিপালনের এই ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে মিলেছে বিপুল মাদক। এসটিএফ সূত্রে দাবি, সল্টলেকের এই ফ্ল্যাট থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করা হত।
আরও পড়ুন: Mamata Banerjee: বীরভূম দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়






















