Kaliganj News Live: কালীগঞ্জে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী বাম | ABP Ananda Live
ABP Ananda LIVE : কালীগঞ্জে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী বাম। সমবায় সমিতির ৯টি আসনের সবকটি আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের পরাস্ত করে জয়ী হয় বাম গণতান্ত্রিক জোট সমর্থিত প্রার্থীরা। গত জুন মাসে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল প্রার্থী।
চলন্ত ট্রেনের এসি কোচে দাউদাউ আগুন! ঝলসে গেল দেহ, মর্মান্তিক মৃত্যু, আতঙ্কে যাত্রীরা
অন্ধ্রপ্রদেশে চলন্ত ট্রেনে আগুন লেগে একজনের মৃত্যু হল। আনাকাপালি জেলায় ইয়ালামানচিলিতে রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসের ২টি কোচে আগুন লেগে যায়। প্রথমে বি১ এসি কোচে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এম ২ এসি কোচে। আগুন দেখে চেন টেনে ট্রেন থামান যাত্রীরা। দ্রুত ট্রেনের কামরাগুলো খালি করা হয়। একটি কামরায় ৮২ জন ও অন্য কামরায় ৭৬ জন যাত্রী ছিলেন।
ছুটির মরশুমে ট্রেনের ২টি কামরায় সফর করছিলেন দেড় শতাধিক যাত্রী। আগুনে ট্রেনের বি১ কোচটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা জানান, রাত ১২:৪৫ মিনিটে তারা আগুন লাগার তথ্য পান। পুলিশ আধিকারিকরা বলেন, ট্রেনটিতে আগুন লাগার সময় ক্ষতিগ্রস্ত কোচগুলির একটিতে ৮২ জন এবং অন্যটিতে ৭৬ জন যাত্রী ছিলেন। দুর্ভাগ্যবশত, বি১ কোচ থেকে একটি মৃতদেহ পাওয়া গেছে।' নিহত ব্যক্তির নাম চন্দ্রশেখর সুন্দরম।



















