(Source: ECI/ABP News/ABP Majha)
Sudip Bandyopadhyay: সুদীপের প্রচার পুস্তিকায় নেই অভিষেক, সরব হলেন মোনালিসা, ফের ছবি বিতর্ক তৃণমূলে
TMC News: লোকসভা নির্বাচনে চার দফায় ভোটগ্রহণ মিটে গিয়েছে। বাকি রয়েছে আর তিন দফা।
অনির্বাণ বিশ্বাস, আবীর দত্ত, কলকাতা: লোকসভা নির্বাচন চলাকালীনও উত্তর কলকাতায় তৃণমূলের অন্দরে কোন্দল চরমে। কারণ কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার পুস্তিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে এবার সোশাল মিডিয়ায় সরব হলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। যদিও সুদীপের দাবি, তিনি এব্যাপারে কিছু জানেন না। প্রচার পুস্তিকা দেখে তবেই জানাবেন। (Sudip Bandyopadhyay)
লোকসভা নির্বাচনে চার দফায় ভোটগ্রহণ মিটে গিয়েছে। বাকি রয়েছে আর তিন দফা। সেই আবহেই তৃণমূলে আবারও ছবি বিতর্ক। মোনালিসা জানিয়েছেন, সুদীপের দু'টি প্রচার পুস্তিকা প্রকাশিত হয়েছে। পুস্তিকায় বহু ছবি থাকলেও, তাতে অভিষেকের কোনও ছবি নেই। তাই মোনালিসার দাবি, "আজ প্রথম বার আমি ইস্তেহারটা পেলাম। সব পাতা উল্টে দেখলাম যে, আমাদের যুব সমাজের আইকন, ক্যাপ্টেন অভিষেক বন্দোপাধ্যায়ের কোনও ছবি নেই। অন্তত একটি ছবি থাকলে ভাল হত।" (TMC News)
পুস্তিকায় অভিষেকের ছবি না থাকা নিয়ে মোনালিসা আরও বলেন, "আজ সর্বোপরি তৃণমূল দলটিকে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ছবি না দেখতে পেয়ে আমার মনে হল, একটু সংশোধন করলে ভাল হতো।" বলা বাহুল্য, মোনালিসার এই মন্তব্যে তৃণমূলের অন্দরে ফের দ্বন্দ্ব দেখা দিয়েছে।
ছবি বিতর্ক তৃণমূলে এই প্রথম নয়। এর আগে, গত বছরের নভেম্বরে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা কর্মসূচির মঞ্চ ছিল মমতা-ময়। মঞ্চে ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি, যা নিয়ে বিস্ফোরক ইঙ্গিত করেছিলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য ছিল, "অভিষেকের বোধ হয় মঞ্চে দৃশ্যত সশরীরে না আসতে পারলেও, অভিষেকের একটা ছবি থাকা উচিত ছিল। আমি একবারও বলছি না অভিষেক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না, বা তৃণমূল না করলে অভিষেকের চলবে না। এমন কোনও ব্যাপার নেই।"
এবার সুদীপের প্রচার পুস্তিকা নিয়েও ফিরল সেই ছবি বিতর্ক। এ নিয়ে কুণালের বক্তব্য, "প্রার্থী হিসেবে কার ছবি রাখবেন, সেটা ওঁর বিষয়। এর বেশি কিছু বলতে পারব না। তবে মমতার নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে দল চলে।" শান্তনু সেনের কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি সমান সম্মান বা গুরুত্ব দেওয়া হয়, তাতো বোধহয় দলের সর্বস্তরের কর্মীরা আরও বেশি উদ্বুদ্ধ হবেন। দলে অভিষেকের যে অবদান, তা প্রার্থী হওয়ার পর কারও ভুলে যাওয়া উচিত নয়।"
এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল ত্যাগী তাপস রায়, যাঁকে কলকাতা উত্তরে প্রার্থী করেছে বিজেপি। তাঁর কথায়, "উনি অভিষেককে পছন্দ করেন না। অভিষেক বিরোধী দলকে নেতৃত্ব দেন। মমতা সম্পর্কে উনি কী বলেছেন, সেটাই দেখুন না। আসলে মানুষটা সুবিধাবাদী এবং সুযোগ সন্ধানী।"
সপ্তম দফায় আগামী ১ জুন ভোট কলকাতা উত্তরে, তার আগে ছবি বিতর্কে ফের অসন্তোষ তৃণমূলের অন্দরে।