Abhishek Banerjee: অভিষেকের নাম ব্যবহার করে ভোটের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার চেষ্টা! গ্রেফতার ১
West Bengal: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতিনিধির পরিচয় দিয়ে টাকা তোলার চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে বিধানসভা ভোটের টিকিট পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি! তৃণমূলের পদাধিকারী সহ তৃণমূলের মুখপাত্রদেরও বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি! ২০২৬ সালে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগে পুলিশের জালে এক ।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতিনিধির পরিচয় দিয়ে টাকা তোলার চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে । পার্ক স্ট্রিটের হোটেল থেকে গ্রেফতার হাওড়ার বাসিন্দা শেখ নাজমুল হুদা । অভিযুক্ত শেখ নাজমুল হুদাকে গ্রেফতার করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ ।
রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । লোকসভা ভেঙে দিয়ে, SIR করার দাবিতে বারবার সরব হয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় । লোকসভা ভেঙে দিয়ে গোটা দেশে SIR হোক, দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । নাম না করে প্রধানমন্ত্রীকে লোকসভায় তৃণমূলের দলনেতা কটাক্ষ করে বলেছিলেন, 'আপনি থাকবেন পদে, আর বাংলায় SIR হবে, তা হবে না ।' যে কটাক্ষের পাল্টা জবাব দিয়েছিল বিজেপি । ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়েও সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় INDIA জোট । সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে প্রতিবাদে যোগ দেন তৃণমূল সাংসদ মালা রায়, শতাব্দী রায়, কীর্তি আজাদরা । লোকসভা ভেঙে দিয়ে, SIR করার দাবি তোলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ।
তারই মাঝে বিতর্ক তৈরি হল অভিষেকের নাম করে ভোটের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার চেষ্টার অভিযোগকে ঘিরে ।
শুক্রবারই হাওড়া সদর ও গ্রামীণের তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সূত্রে খবর, হাওড়া ছাড়াও বৈঠক হয়েছে ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের সঙ্গেও । বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও । ঝাড়গ্রাম, হাওড়া সদর ও গ্রামীণের সমস্ত বিধায়ক, তিন মন্ত্রী পুলক রায়, অরূপ রায়, মনোজ তিওয়ারি, গ্রামীণ ও সদরের সভাপতি, চেয়ারম্যান, যুব, মহিলা ও আইএনটিটিইউসির সভাপতিরাও বৈঠকে ছিলেন । পরে মনোজ তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় অভিষেকের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেন ।






















