Abhishek Banerjee : ফোন ঘুরিয়ে বেছে নিন পছন্দের প্রার্থী, নম্বর জানিয়ে ঘোষণা অভিষেকের
TMC : লাইনে দাঁড়ানোর কষ্ট এড়িয়ে ফোনের মাধ্যমেও নিজের সুবিধামতো বাছতে পারেন প্রার্থী। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করতে হবে সেক্ষেত্রে। জানান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
কৃষ্ণেন্দু অধিকারী ও শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) জন্য তৃণমূলের (TMC) প্রার্থী বেছে নিতে অভিনব জনমত নেওয়ার প্রক্রিয়া শুরু করার ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, গোপন ব্যালটে জানান পঞ্চায়েত ভোটের পছন্দের প্রার্থীর নাম। ব্যালটের মাধ্যমে জানাতে না পারলে, ফোন করেও জানানো যাবে মতামত।
বাংলার প্রতিটি পঞ্চায়েতে এভাবেই প্রার্থী নির্বাচন করা হবে। কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করে আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটদাতার নাম গোপন থাকবে বলেও জানিয়েছেন তিনি। এ ধরনের উদ্যোগ গোটা দেশে প্রথম বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিভিন্ন জায়গায় গোপন ব্যালটে জনসাধারণের ভোট নেওয়ার প্রক্রিয়ার পাশাপাশি ফোনে প্রার্থী বাছাইয়ের জন্য নম্বরও জানিয়েছেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার মাঝে জানান, যারা গোপন ব্যালটে ভোট দিতে চান, তাদের পাশাপাশি লাইনে দাঁড়ানোর কষ্ট এড়িয়ে ফোনের মাধ্যমেও নিজের সুবিধামতো বাছতে পারেন প্রার্থী। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করতে হবে সেক্ষেত্রে। ফোন করে গ্রাম পঞ্চায়েত, বুথ ও আসন নম্বর উল্লেখ করে ভোট দেওয়া যাবে বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি গোপন ব্যালটে ভোটের মতোই ফোনে ভোটের ক্ষেত্রেও পরিচয় গোপন থাকবে বলেই আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ থেকে শুরু হয়েছে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা'। প্রথমদিনে মন্দিরে পুজো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করলেন জনসংযোগ। বার্তা দিলেন, ' আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়'। বক্তৃতার আগাগোড়া সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে । অভিষেক আজ বলেন, ' আগামী ৫ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই যাত্রা। কোনও শাসকদল এভাবে রাস্তায় নামে না। আমরা এসেছি আপনারা পঞ্চায়েতে কাকে প্রার্থী চান জানতে এসেছি। সরাসরি আপনাদের কাছে জানার জন্যই আজ আমরা আবার এসেছি'। দিনহাটার মঞ্চ থেকে অভিষেকের আবেদন , 'আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়'। বললেন, ' মানুষের ভোট নিয়ে, ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া হচ্ছে।' ফের একবার অভিষেকের মুখে শোনা গেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। দলনেত্রী যে অভিযোগ বারবার করে এসেছেন, সেই সুরেই সুর মিলিয়ে অভিষেক বললেন, ' ১০০ দিনের টাকা যাতে দিল্লি থেকে ছিনিয়ে আনা যায় সেজন্যই পঞ্চায়েতে ভোট দিতে হবে। নিজের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, বাসস্থানের দাবিতে ভোট দিন।'
আরও পড়ুন- জনসংযোগে বেরিয়ে ভিড়ে মিশে গেলেন অভিষেক, কোলে তুলে নিলেন শিশুকে, মেটালেন সেলফি-র আবদারও