Abhishek on Governor: '..আমি কৃতজ্ঞ', ১০০ দিনের বকেয়ার ইস্যুতে রাজ্যপালের প্রশংসায় অভিষেক
Abhishek Banerjee: তবে কি সফল দিল্লিতে তৃণমূলের কর্মসূচি ? রাজ্যপালের প্রশংসায় অভিষেক, ট্যুইটে কী বললেন তিনি ?
কলকাতা: ১০০ দিনের বকেয়া নিয়ে কথা বলতে দিল্লিতে যাওয়ায় রাজ্যপালের প্রশংসায় অভিষেক। তবে কি লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক ? মূলত আজই কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের করার কথা রাজ্যপালের। যদিও কদিন আগেই ২ এবং ৩ তারিখে এই ইস্যুতে দিল্লিতে ধর্নায় বসেছিলেন অভিষেকরা। তাঁদের আটক করা হয়েছিল। ফিরে এসে রাজভবনের সামনেই রাজ্যপাল দেখা না করা অবধি ধর্নায় অনড় ছিলেন অভিষেক। একদিকে উপচার্য নিয়োগ নিয়ে আগেই রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত তুঙ্গে। একলহমায় তবে কি সবে মুছে সাফ ? তবে কি দিল্লিতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্না সফল ? কথা বলবে সময়ই। তবে এহেন পরিস্থিতিতে রাজ্যপালের প্রশংসা করেছেন অভিষেক।
My heartfelt gratitude to the @BengalGovernor C V Ananda Bose, for promptly addressing the pressing issue concerning the welfare of the people of Bengal.
— Abhishek Banerjee (@abhishekaitc) October 10, 2023
Specifically, his swift intervention for the rightful entitlements of over 21 lakh+ individuals of WB deprived under #MGNREGA pic.twitter.com/t4ljyPDXYX
'রাজ্যের মানুষের মঙ্গলের জন্য রাজ্যপাল উদ্যোগ নেওয়ায় আমি কৃতজ্ঞ'২১ লক্ষের বেশি মানুষের বকেয়া আদায়ে তাঁর দ্রুত হস্তক্ষেপ প্রশংসার যোগ্য, এক্স হ্যান্ডলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ৩০ জনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। সোমবার বিকেল ৪ টে ১০ মিনিট থেকে সাড়ে ৪ টা পর্যন্ত চলে যে বৈঠক। যেখানে আলোচনায় রাজ্যের বঞ্চিতদের সমস্যা রাজ্যপাল কেন্দ্রের কাছে তুলে ধরবেন জানিয়ে আশ্বাস দেওয়ার পরই সন্ধে নাগাদ রাজভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহার করে নিয়েছে তৃণমূল।এদিকে তৃণমূলের (TMC) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।
ধর্না তোলার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্রের সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে বাংলার বঞ্চিতদের সমস্যা নিয়ে আলোচনা করবেন বলেই আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। সোমবার বিকেলে নির্ধারিত সময়ে কাঁধে বঞ্চিতদের তথ্য সম্বলিত কাগজ কাঁধে করে বয়ে রাজভবনে যান অভিষেকরা। সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সমস্ত তথ্য খতিয়ে দেখে কেন্দ্রের সঙ্গে কথা বলার আশ্বাসও দেন রাজ্যপাল।
আরও পড়ুন, ফের ডেঙ্গিতে মৃত্যু কলকাতায়, প্রাণ হারাল দমদম পুরসভার বাসিন্দা
একশো দিনের কাজে বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না অভিযোগে প্রথমে দিল্লি ও তারপর কলকাতায় রাজভবনের সামনে ধর্না-অবস্থানে বসে তৃণমূল কংগ্রেস (TMC)। দার্জিলিং রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎও করেছিল তৃণমূলের প্রতিনিধি দল। তারপরও ধর্না জারি ছিল। তৃণমূলের যেমন অভিযোগ টাকা আটকে রাখার। তেমনই বিজেপির পাল্টা অভিযোগ, প্রকল্পে একাধিক অনিয়মের প্রমাণ মেলার জেরেই বন্ধ রয়েছে প্রাপ্য টাকা।