WBCS Exam Preparation: স্বপ্ন WBCS! পূরণের প্রাথমিক শর্ত কী কী?
ABP Live Exclusive: ফরম ফিল আপ শুরু হয়েছে ৩ মার্চ থেকে। কারা WBCS প্রিলমসের জন্য আবেদন করতে পারবেন, তা জানা প্রয়োজন। একইসঙ্গে প্রয়োজন WBCS প্রিলমসে কোন কোন বিষয় আছে তা জানা।
কলকাতা: সিভিল সার্ভিস নিয়ে অনেকেরই নানা স্বপ্ন থাকে। সেই স্বপ্ন পূরণের সুযোগ আরও একবার। চলতি মাসেই প্রকাশিত হয়েছে WBCS প্রিলিমিনারি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি। ফরম ফিল আপ শুরু হয়েছে ৩ মার্চ থেকে। কারা WBCS প্রিলমসের জন্য আবেদন করতে পারবেন, তা জানা প্রয়োজন। একইসঙ্গে প্রয়োজন WBCS প্রিলমসে কোন কোন বিষয় আছে তা জানা। কারা আবেন করতে পারবেন? যোগ্যতার মাপকাঠি কী? সে সম্পর্কে এবিপি লাইভে আলোচনায় বিস্তারিত জানালেন ২০০৫ সালের West Bengal Revenue Service এর তৃতীয় স্থানাধিকারী সৌম্য মুখোপাধ্যায়। যিনি বর্তমানে মালদা সদরের ডেপুটি কমিশনার অব রেভেনিউ।
কারা আবেদন করতে পারবেন?
- যে কোনও ভাষা বা যে কোনও বিষয়ে স্নাতকরা প্রিলিমস পরীক্ষা দিতে পারবে।
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বীকৃত বা AICTE অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
- অনেকে 10+2 পড়ে গ্র্যাজুয়েশন না করেও জেনারেল বা ডিপ্লোমা, বি টেক করে ও স্নাতক হতে পারেন। তাঁরাও আবেদন করতে পারবেন।
- এক্ষেত্রে অনার্স ছিল কি না বা কত শতাংশ নম্বর স্নাতক স্তরে সংশ্লিষ্ট আবেদনকারী পেয়েছেন তা গণ্য নয়।
- যাঁরা স্নাতক স্তরের শেষ পর্যায়ে রয়েছে অর্থাৎ পরীক্ষা শেষ হয়নি, তাঁর পরীক্ষা দিতে পারবে না।
- অর্থাৎ যে সময় আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, সেই সময় পাশ করা সার্টিফিকেট বা মার্ক শিট হাতে রাখতে হবে।
বয়স সীমা
- WBCS- B Group ছাড়া বাকি সব ক্ষেত্রে অর্থাৎ A, C, D Group-এর ক্ষেত্রে ন্য়ূনতম বয়স ২১ বছর।
- WBCS- B Group- এর ক্ষেত্রে অনেক সময় ২০ বছর বয়স হলেও আবেদন করা যায়।
- যে বছর বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, সেই বছর ১ জানুয়ারি বয়সের ভিত্তিতে আবেদন করতে হবে।
- দুটি ক্ষেত্রেই স্নাতক হওয়া বাধ্যতামূলক।
- WBCS A, B, C Group-এর ক্ষেত্রে সর্বাধিক বয়সের সীমা ৩৬ বছর।
- WBCS D Group-এর ক্ষেত্রে সর্বাধিক বয়সের সীমা ৩৯ বছর।
- স্পোর্টস পারসেনদের জন্য নির্দিষ্ট বয়সসীমা রয়েছে।
পরীক্ষার ধরণ: একটা স্ক্রিনিং টেস্ট হয়। ২০০ নম্বরের মাল্টিপল চয়েজ কোয়েশ্চন থাকে। যার অধিকাংশই প্রশ্নই মাধ্যমিক স্তরের মতোই। পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, ইকোনমিকস থাকে। প্রিলিমস পাশ করতে পারলে তারপর মেনস। এরপর ইন্টারভিউ।
নিয়মাবলি
- ভারতের যে কোনও প্রান্তের পড়ুয়ারাই পরীক্ষা দিতে পারবে।
- তবে বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
- যাঁদের মাতৃভাষা নেপালি তাঁদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ম কার্যকর হবে না।
শূন্যপদ
সাধারণত বিজ্ঞপ্তি প্রকাশের সময় শূন্যপদ জানানো হয় না। পরীক্ষার প্রতিটি পর্যায় শেষ হওয়ার পর, একেবারে শেষে শূন্যপদ জানানো হয়। এক্ষেত্রে কোনও ওয়েটিং লিস্টের বিষয় নেই।
Education Loan Information:
Calculate Education Loan EMI