RG Kar Protest: পুজোর পর নাট্য মেলার অনুদান প্রত্যাখ্যান, রাজ্যের ৫০ হাজার ফেরাল এই দল
RG Kar Protest News: নাট্য মেলার অনুদান নিতে অস্বীকার। রাজ্য সরকারের নাট্য মেলা বয়কটের সিদ্ধান্ত মালদা সমবেত প্রয়াসের।
করুণাময় সিংহ, মালদা: পুজোর পর এবার অনুদান প্রত্যাখ্যানে প্রতিবাদের সুর চড়াল রাজ্যের এই নাট্যদল। আর জি কর-কাণ্ডের প্রতিবাদ, এবার নাট্য মেলার অনুদান প্রত্যাখ্যান করল মালদার এক নাট্যদল।
রাজ্য সরকারের নাট্য মেলার অনুদান নিতে অস্বীকার মালদার নাট্যদলের। রাজ্যের ৫০ হাজার টাকা অনুদান নিতে অস্বীকার নাট্যদল মালদা সমবেত প্রয়াসের। 'আর জি কর-কাণ্ডে দোষীদের আড়াল করছে রাজ্য সরকার', অভিযোগ তুলে নাট্য মেলার অনুদান নিতে অস্বীকার। রাজ্য সরকারের নাট্য মেলা বয়কটের সিদ্ধান্ত মালদা সমবেত প্রয়াসের।
মালদা সমবেত প্রয়াসের কর্ণধার শরদিন্দু চক্রবর্তী জানান, এই রাজ্যে যে ঘটনা ঘটেছে কাম্য নয়। রাজ্য সরকারও এই ঘটনার সত্যতা লুকোনো থেকে দোষীদের আড়াল করছে। তার প্রতিবাদ জানাতে এমন সিদ্ধান্ত। শুধু তাই নয় সরকারি উদ্যোগে যে নাট্য মেলার আয়োজন করা হয়েছে। তাও বয়কট করছেন তারা। মালদা জেলার ইংরেজবাজার শহরের নজরুল সরণীতে ৩১ আগষ্ট ও ১ সেপ্টেম্বর নিজেদের উদ্যোগে পথেই নাটক করবেন বলে জানিয়েছেন তাঁরা।
পুজোর অনুদান প্রত্যাখ্যান
আর জি কর-কাণ্ডের আবহে সম্প্রতি দুর্গাপুজোয় সরকারি অনুদান না নেওয়ার ঘোষণা করেছে হুগলির উত্তরপাড়ার ৩টি পুজো কমিটি। একই সিদ্ধান্ত জানিয়েছে উত্তরপাড়া থানা এলাকার কোন্নগর মাস্টার পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিও। হুগলির পাশাপাশি, অনুদান প্রত্যাখ্যানের রাস্তায় হেঁটেছে মুর্শিদাবাদে লালগোলার মহিলা পরিচালিত কৃষ্ণপুর সন্ন্যাসীতলা পুজো কমিটিও। পুজোর অনুদান নেবে না বলে, লালগোলা থানাকে লিখিতভাবে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা।
আরও পড়ুন, অতি গভীর নিম্নচাপে ফের দুর্যোগ, কাল থেকেই আচমকা বদলাবে আবহাওয়া
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুরের ৭ ও ১৪ নম্বর পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটিও ইতিমধ্যেই পুজোর সরকারি অনুদান না নেওয়ার ঘোষণা করেছে। এর আগে, অনুদান প্রত্যাখ্যান করেছে, দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে