Agitation For Loadshedding: বিদ্যুৎ বিভ্রাটের জেরে তুলকালাম মুর্শিদাবাদের সারগাছিতে, বিক্ষোভ জেলায় জেলায়
Agitation: বিদ্যুৎ বিভ্রাটের জেরে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। মুর্শিদাবাদের সারগাছিতে বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে হাতাহাতি লেগে যায় বিক্ষোভকারীদের।
রাজীব চৌধুরী, সুনীত হালদার ও করুণাময় সিংহ: তেমনিতেই গরমের জেরে অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তার মধ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে চলছে লোডশেডিং (Loadshedding)। তার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ হল রাজ্যের বিভিন্ন জায়গায়। এর মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ (Agitation for loadshedding) দেখানোর ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম হল মুর্শিদাবাদের সারগাছিতে। সারগাছি বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভের সময় কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলডাঙার ঝুলকা পূর্ব পাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যুতের সমস্যা চলছে। মাঝে মধ্যেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ থাকলেও ভোল্টেজ থাকে ন । বারবার বিদ্যুৎ দফতরে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। তাই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে মঙ্গলবার দুপুরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা বিদ্যুৎ দফতরের ভেতরে ঢুকলে উত্তেজনা ছড়ায়। বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাঁরা বিক্ষোভকারীদের বাইরে বের করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাওড়ার জগৎবল্লভপুরে দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা না থাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। হাওড়া-উদয়নারায়নপুর রোডের ইছানগরী নিমতলা এলাকায় মঙ্গলবার সকাল থেকেই বিদ্যুৎ নেই। অভিযোগ, জগৎবল্লভপুরের ওই এলাকায় প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ অফিসে (ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) খবর দিলেও পরিষেবা স্বাভাবিক না হওয়ায় মঙ্গলবার হাওড়া উদয়নারায়নপুর রোড বাঁশ দিয়ে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই অবরোধ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে হাওড়া উদয়নারায়নপুর রোডে যান চলাচল ব্যাহত হয়।
একই দাবিতে মঙ্গলবার আন্দোলন হয় মালদাতেও। সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা। মঙ্গলবার সকাল দশটা নাগাদ অবরোধের ঘটনাটি ঘটে মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের ধুলাউড়ি স্ট্যান্ডে। রীতিমতো টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত তাঁরা। ঘন ঘন লোডশেডিং হচ্ছে আর লো ভোল্টেজ থাকছে। বারবার স্থানীয় বিদ্যুৎ দফতরের জানানোর পরেও এই গ্রামে ইলেকট্রিক পরিষেবা ঠিকঠাক থাকে না এবং যতক্ষণ ইলেকট্রিক পরিষেবা থাকে তাও ভোল্টেজ থাকে না। কার্যত বিদ্যুৎ পরিষেবার ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না। তাই মঙ্গলবার এলাকাবাসীরা বাধ্য হয়ে মোথাবাড়িগামী সদলাপুর রাজ্য সড়কের টায়ার জ্বালিয়ে প্রদর্শন করতে থাকে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ। তাদের আশ্বাসে প্রায় ঘন্টাখানেক অবরোধ চালানোর পর স্থানীয় বাসিন্দারা তা তুলে নেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Parui Chaos:তৃণমূলের আদি-নব্যের সংঘর্ষে রণক্ষেত্র পাড়ুই, জখম শিশু-সহ ৫