Arms Recover: পঞ্চায়েত ভোটের আগে বোমা-বারুদের স্তূপ, জেলায় জেলায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ
West Bengal News: পঞ্চায়েত ভোটের আগে বোমা-বারুদের স্তূপে বাংলা। নদিয়ায় নাকা চেকিং-এর সময় ধানতলা থানার নিমতলা মোড়ে একটি ২ ব্যক্তির কাছ থেকে উদ্ধার হল ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৫ রাউন্ড গুলি।
কলকাতা: পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর শুক্রবার কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া খুন ঘিরে যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। শনিবার তখন, ৪ জেলায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, কার্তুজ (Arms Recover)।
উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, কার্তুজ: পঞ্চায়েত ভোটের আগে বোমা-বারুদের স্তূপে বাংলা। নদিয়ায় নাকা চেকিং-এর সময় ধানতলা থানার নিমতলা মোড়ে একটি ২ ব্যক্তির কাছ থেকে উদ্ধার হল ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৫ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ধৃত বাবন দাসের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ায়। ও ধৃত ধনঞ্জয় সরকার ওরফে ধনার বাড়ি ধানতলার পাঁচবেড়িয়া। পাশাপাশি, পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের সরডাঙা থেকে আগ্নেয়াস্ত্র ও একটি গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ।
সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বারুইপুর থানা এলাকার মল্লিকপুরে ২টি আগ্নেয়াস্ত্র-সহ এক দু্কৃতী পাকড়াও করে পুলিশ। ২ রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, “ইস্তাক আহমেদের নামে এর আগে অভিযোগ ছিল। কিন্তু কেন সে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল বা কোথা থেকে সেই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল তা জানার জন্যই তদন্ত করে দেখা হচ্ছে।’’ মোথাবাড়ি থানার পুলিশ রাজনগর বাঁধ এলাকায় হানা দিয়ে ২ যুবককে গ্রেফতার করে। পরে তল্লাশিতে তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ২ টি পাইপ গান এবং ৪ রাউন্ড কার্তুজ। বাজেয়াপ্ত করা হয়েছে ২টি মোটরবাইকও। জেলায় জেলায় যেভাবে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে তো? সেই সংশয়ে তৈরি হচ্ছে অনেকের মধ্যে।
এদিকে আসানসোলে শ্যুটআউটকাণ্ডে তদন্তভার নিল সিআইডি। মন্ত্রী মলয় ঘটকের বাড়ি ও পুলিশ লাইনের পাশেই হোটেলে ঢুকে মালিককে পরপর গুলি করে খুন! এখনও অধরা ২ দুষ্কৃতী। এলাকায় তীব্র আতঙ্ক। বাংলা-ঝাড়খণ্ড সীমানায় রূপনারায়ণ ও ডুবুরডি চেক পোস্টে চলছে পুলিশের নাকা তল্লাশি।
অন্যদিকে, উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে শ্যুটআউট। গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের, আহত হয়েছেন ৩ জন। তৃণমূল পঞ্চায়েত প্রধানের মদতে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার ১১। মূল অভিযুক্ত প্রধান সহ আরও ৪ জনকে গ্রেফতারের দাবিতে মৃতদেহ নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিজন ও স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত প্রধানকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে তৃণমূল।
আরও পড়ুন: Sealdah Train Cancel: শিয়ালদা স্টেশনে ট্রাফিক ব্লকের জের, বাতিল একাধিক লোকাল ট্রেন