Alipurduar News: উঠল দূর হঠো স্লোগান, অন্তর্বতী উপাচার্যকে ঘিরে কালো পতাকা আলিপুরদুয়ারে
Alipurduar University: আলিপুরদুয়ারে উপাচার্যের অফিসে ঢুকে তাঁকেই কালো পতাকা দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। উঠল দূর হঠো স্লোগান।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য়-রাজ্য়পাল সংঘাতের আবহেই অলিপুরদুয়ার বিশ্ববিদ্য়ালয়ের (Alipurduar University) নতুন অন্তর্বতীকালীন উপাচার্যকে কালো পতাকা দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার অলিপুরদুয়ার বিশ্ববিদ্য়ালয়ে অন্তর্বতীকালীন উপাচার্য পদে যোগ দেন রথীন বন্দ্য়োপাধ্যায়। উপাচার্যের অফিসে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান টিএমসিপি কর্মী ও শিক্ষা কর্মীদের একাংশ।
নতুন অন্তর্বতীকালীন উপাচার্যকে কালো পতাকা আলিপুরদুয়ারে: উপাচার্যের অফিসে ঢুকে তাঁকেই কালো পতাকা দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। উঠল দূর হঠো স্লোগান। অনৈতিকভাবে উপাচার্য নিয়োগের অভিযোগে, অন্তর্বর্তী উপাচার্যর কাছেই, মঙ্গলবার বিক্ষোভ দেখালেন টিএমসিপি-র জেলা সভাপতি। পাল্টা বার্তা দিলেন রাজ্যপাল নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যও। ৬ মাস আগে বদলি করা হয় আলিপুরদুয়ার বিশ্ববিদ্য়ালয়ের আগের উপাচার্য মহেন্দ্রনাথ রায়কে। তারপর থেকে এতদিন উপাচার্যহীন ছিল বিশ্ববিদ্যালয়। রাজ্যপালের থেকে দায়িত্ব পেয়ে মঙ্গলবার অন্তর্বর্তী উপাচার্য পদে যোগ দেন রথীন বন্দ্য়োপাধ্যায়।
আর যেদিন দায়িত্ব নিলেন সেদিনই তাঁকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদ ও শিক্ষা কর্মীদের একাংশ। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সমীর ঘোষ বলেন, “রাজ্য় সরকারের সঙ্গে রাজ্য়পাল আলোচনা সাপেক্ষে স্থায়ী উপাচার্য নিয়োগ না করে এবং যাকে অন্তর্বর্তী উপাচার্য করা হয়েছে তাঁকে যতদিন না সরানো হয় আমাদের আন্দোলন চলবে। আমরা চাই আলিপুরদুয়ার বিশ্ববিদ্য়ালয়ের সার্বিক উন্নয়ন।’’
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য় সরকার ও রাজ্য়পালের মধ্য়ে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। সম্প্রতি রাজ্য়পালের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। সেই প্রেক্ষিতে আলিপুরদুয়ার বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন টিএমসিপি কর্মী ও অশিক্ষক কর্মীদের একাংশ। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায় বলেন, “যে কোনও মানুষ তাঁর যে রাজনৈতিক অধিকার আছে তা প্রয়োগের ক্ষমতা সংবিধানে দেওয়া আছে। তারা তাদের মতামত জানাতে পারেন। ওঁর এসেছেন আমাদের এখানের ছাত্র-ছাত্রী ও কিছু অশিক্ষক কর্মী। ওদের সঙ্গে কথা বললাম। কী অবস্থা আছে। সুপ্রিম কোর্টের কী নির্দেশ আছে। আমি বিশ্বিবিদ্য়ালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে এসেছি। যতদিন কাজ করতে বলা হবে আমি চেষ্টা করব বিশ্ববিদ্য়ালয়কে পূর্ণ রূপ দেওয়ার’’
আরও পড়ুন: TET Agitation: নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড হাতে পথে, বিক্ষোভ টেট উত্তীর্ণদের