Alipurduar News: আলিপুরদুয়ারে সীমান্তে কংক্রিটের দেওয়াল তুলছে ভুটান! অভিযোগে সরব স্থানীয়রা
Alipurduar News Update: ভারত (India) সীমান্তে কংক্রিটের (Concrete) পাঁচিল তুলছে ভুটান (Bhutan)। ঢালাই মেশিন বসিয়ে চলছে দেওয়াল তোলার কাজ। ইট-সিমেন্ট দিয়ে গাঁথা হচ্ছে কংক্রিটের পাঁচিল (Wall)।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে (Alipurduar) সীমান্তে কংক্রিটের দেওয়াল তুলছে ভুটান। সিল করে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রবেশ পথ। এমনই অভিযোগে সরব হয়েছেন সেখানকার স্থানীয়রা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। আন্তর্জাতিক বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলাশাসক (District Magistrate)।
ভারত সীমান্তে কংক্রিটের পাঁচিল তুলছে ভুটান। ঢালাই মেশিন বসিয়ে চলছে দেওয়াল তোলার কাজ। ইট-সিমেন্ট দিয়ে গাঁথা হচ্ছে কংক্রিটের পাঁচিল। এই ছবি আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের। সেখানে সীমান্ত এলাকায় ভুটানের দিকে এভাবেই বিস্তীর্ণ এলাকা জুড়ে পাঁচিল তৈরির কাজ চলছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, আলিপুরদুয়ার সীমান্তে ১২ ফুট উঁচু পাঁচিল তৈরি করছে ভুটান। সীমান্তের ওপারে বানানো হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। কংক্রিট দিয়ে সিল করে দেওয়া হচ্ছে আলিপুরদুয়ারে ঢোকার একাধিক পথ।
জয়গাঁওয়ের খোকলাবস্তির বাসিন্দা গণেশ ছেত্রী বলেন, ভুটান এখন কংক্রিটের বর্ডার বানাচ্ছে। মিত্র দেশের মধ্যে হয় না। ভুটান কী করতে চাইছে আমরা বুঝতে পারছি না। কংক্রিটের ওয়াল দেওয়ায় ভুটান নির্ভর সাধারণ মানুষের রুটিরুজি বন্ধ। ভুটানের বিভিন্ন এলাকায় টয়লেটের সেপটিক ট্যাঙ্ক বানাচ্ছে।
ভারতের ৪টি রাজ্যের সঙ্গে ভুটানের প্রায় ৬৯৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।এ রাজ্যে ভুটান সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১৮৩ কিলোমিটার। কালচিনি ব্লকের জয়গাঁও সীমান্তের ওপারেই রয়েছে ভুটানের ফুন্টশোলিং শহরের মূল প্রবেশ দ্বার। পাশাখা-তে রয়েছে পণ্যবাহী গাড়ির প্রবেশপথ। এছাড়াও হাঁটাপথে যাতায়াতের জন্য তিনটি প্রবেশদ্বার রয়েছে। স্থানীয় সূত্রে খবর, এত দিন ভুটান সীমান্তে কিছু কিছু জায়গায় কাঁটাতারের বেড়া থাকলেও, বেশিরভাগ এলাকাই ছিল উন্মুক্ত। ভুটানের সীমান্তে পাঁচিল তোলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শাসক-বিরোধী দুপক্ষই। জয়গাঁও উন্নয়ন পর্ষদের তৃণমূল নেতা ও চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, সীমান্তে ১২ ফুট উঁচু দেওয়াল তুলছে ভুটান। প্রবেশপথ সিল করে দেওয়া হচ্ছে। বন্ধুত্বের সম্পর্কে এটা স্বাভাবিক নয়। আমরা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পারছি না। আর এখানে প্রাচীর। এটা ভাল বার্তা নয়।
মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, উদ্বেগের বিষয়। মাঝে চিন একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে। ভুটান যেহেতু পাহাড়ি এলাকা, ধস নামলে পাঁচিলের এপারের বাসিন্দারা টের পাবেন না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথকে জানাব। যদিও, এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা প্রশাসন সুরেন্দ্র কুমার মীনা। আলিপুরদুয়ারের সঙ্গে ভুটানের ৯৮ কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে।
আরও পড়ুন: India Corona Update: ওমিক্রন-উদ্বেগের মাঝেই দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ