Jukti Takko (পর্ব ২): "রাজ্যে ইস্যুর পাহাড় জমে,তবুও বিরোধী শুধুই কমে! গোছায় শাসক তার সংসার প্রবীণ কাঁধেই দলের ভার, মহারাষ্ট্র-ঝাড়খণ্ড বোঝাল আবার—অনুদানেরই জয়জয়কার!"
ABP Ananda LIVE: "রাজ্যে ইস্যুর পাহাড় জমে,তবুও বিরোধী শুধুই কমে! গোছায় শাসক তার সংসার প্রবীণ কাঁধেই দলের ভার, মহারাষ্ট্র-ঝাড়খণ্ড বোঝাল আবার—অনুদানেরই জয়জয়কার!"
বক্তা — অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সজল ঘোষ, পার্থ মুখোপাধ্যায়, শুভময় মৈত্র, অগ্নিমিত্রা পাল, সুমন বন্দ্যোপাধ্যায়, জাদ মেহমুদ, শৈবাল কর।
আরও খবর...
শীত এখনও সেভাবে কামড় বসায়নি। কিন্তু ডেঙ্গি আতঙ্ক কমার নাম নেই। শীতের শুরুতেও সামনে এল ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একাধিক মৃত্যুর খবর। দোসর হয়ে দাপট দেখাচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া রুখতে মশা মারার রাসায়নিক দেওয়া বিশেষ ধরনের মশারি বিলির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
দলের করা শোকজের জবাব দিলেন হুমায়ুন কবীর। আর শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে শোকজের জবাব পৌঁছে দেওয়ার পরই, এবার কল্যাণের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভরতপুরের হুমায়ুন। প্রশ্ন তুললেন দলেরই শৃঙ্খলারক্ষা কমিটির ভূমিকা নিয়েই। এবার মুর্শিদাবাদে গিয়ে ভোটারদের নিয়ে আন্দোলনে নামার কথাও শোনা গেল তৃণমূল বিধায়কের গলায়।