Amit Shah: দু'দিনের সফরে আজ কলকাতায় আসছেন অমিত শাহ, কালীঘাট মন্দির দর্শন
Amit Shah, Kolkata: কালীঘাট মন্দির থেকে হোটেলে ফিরে বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক
দীপক ঘোষ, কলকাতা: দু'দিনের সফরে আজ কলকাতায় (Kolkata) আসছেন অমিত শাহ (Amit Shah)। আজ রাত ১১.৪৫: কলকাতা বিমানবন্দরে পৌঁছোবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে যাবেন নিউটাউনের (Newtown) একটি হোটেলে (Hotel)।
মঙ্গলবার সকাল ১০.৩০ নাগাদ মহাত্মা গাঁধী রোডে একটি গুরুদ্বারে যাবেন অমিত শাহ। মঙ্গলবার সকাল ১১.৩০: কালীঘাট মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কালীঘাট মন্দির থেকে হোটেলে ফিরে বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক। প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন অমিত শাহ। ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় বৈঠক সেরে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন।
লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরির রাখতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও বঙ্গ বিজেপির প্রস্তুতি বৈঠককে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। কয়েকমাস আগেই রাজ্যে এসে ৩৫টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজেপি সূত্রে দাবি, আগামী সপ্তাহের বৈঠকের আগে, লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৯-এর লোকসভা ভোটে, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৮টিতে জেতে বিজেপি। বিজেপি সূত্রে দাবি, এই প্রেক্ষাপটে গতবার যে আসনগুলোতে বিজেপি হেরেছে, সেগুলির জন্য নতুন স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৪টে করে আসন পিছু একজন স্পেশাল অবজার্ভার নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন, সুন্দরবনের লোকালয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ, শোনা যাচ্ছে গর্জনও! আতঙ্কে ঘরবন্দী বাসিন্দারা
পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বিজেপির সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। তার ভিত্তিতেই কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হচ্ছে। প্রস্তুতি বৈঠকের আগে, বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করেন, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও সাংসদ সৌমিত্র খাঁ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে