Amit Shah- Mamata Banerjee: নবান্নে অমিত শাহের সঙ্গে মমতার বৈঠক, কোন বিষয়ে আলোচনা?
Mamata-Shah Meeting: বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও থাকার কথা রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, সিকিমের মুখ্যমন্ত্রীদেরও।
সুমন ঘড়াই, কলকাতা: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। তার আগে রাজ্যে সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, ১৭ ডিসেম্বর নবান্নে (Nabanna) আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিনই নবান্নে অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠক (Meeting)।
জানা গিয়েছে, পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে আসছেন অমিত শাহ। বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও থাকার কথা রয়েছে ঝাড়খণ্ড (Jharkhand), ওড়িশা (Odisha), বিহার (Bihar), সিকিমের (Sikkim) মুখ্যমন্ত্রীদেরও। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের ৫ নভেম্বরের বৈঠক হবে ১৭ ডিসেম্বর।
এই বৈঠকটি এর আগেই করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। যদিও অন্যান্য কর্মসূচি থাকায় বাতিল করেছেন ইস্টার্ন রিজিওনাল কাউন্সিলের এই বৈঠক। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে নিরাপত্তা, সমন্বয়, সমস্যা সমাধানের কৌশল নির্ধারণের জন্য এই বৈঠক আয়োজন করা হয়ে থাকে।
উল্লেখ্য, পূর্বাঞ্চলীয় পরিষদের চেয়ারম্যান অমিত শাহ। বৈঠকে তাঁরই নেতৃত্ব দেওয়ার কথা। তবে ১৭ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা হতে চলেছে এবার, এমনটাই সূত্রের খবর।
পূর্বাঞ্চলীয় পরিষদের সদস্য রাজ্যগুলি হল- পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অসম, ঝাড়খণ্ড ও সিকিম। পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল কলকাতায়। ২০২০ সালে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ওড়িশায়। সেই বৈঠকে অমিত শাহের মুখোমুখী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ২০১৯ সালে এই বৈঠক হয়েছিল এই রাজ্যের নবান্ন সভাঘরে। যদিও সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং।