Anis Khan Death Update: বাড়িতেই আক্রান্ত সলমন খান, বিক্ষোভের মুখে সিআইডি ও পুলিশ
Howrah News: বাড়িতেই আক্রান্ত হাওড়ার আমতার মৃত প্রতিবাদী ছাত্রনেতা আনিসের ভাই সলমন খান। রাতের অন্ধকারে এলোপাথাড়ি কোপ!
পার্থ প্রতিম ঘোষ ও সুনীত হালদার, হাওড়া: হাওড়ার আমতার মৃত প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের ভাই আক্রান্ত হওয়ার ঘটনায় তোলপাড়। সলমন খানের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে সিআইডি ও পুলিশ। বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। আমতা থানাতেও বিক্ষোভ।
আক্রান্ত আনিসের ভাই সলমন খান: বাড়িতেই আক্রান্ত হাওড়ার আমতার মৃত প্রতিবাদী ছাত্রনেতা আনিসের ভাই সলমন খান। রাতের অন্ধকারে এলোপাথাড়ি কোপ। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের CCU’তে।এই ঘটনায় মারধর, মারাত্মক আঘাত, খুনের চেষ্টা ও অনধিকার প্রবেশের ধারায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
এ’নিয়ে আমতা থানায় FIR করেতে এসে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আক্রান্তের বাবা। আক্রান্তের বাবা জালেম খান বলেন, “নির্দিষ্টভাবে নাম দিয়ে অভিযোগ করেছি, কিন্তু অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে FIR করেছে।’’ সাক্ষীর ওপর হামলার ঘটনায় তথ্য সংগ্রহ করতে এদিন সলমনের বাড়িতে আসে CID। রাজ্য পুলিশের গোয়েন্দাদের বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। অভিযোগ, শুক্রবার রাত সোয়া একটা নাগাদ শৌচাগারে গিয়ে আক্রান্ত হন সলমন। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ দেওয়া হয়। মাথায় এবং হাতে-পায়ে আঘাত করা হয়। চিৎকার শুনে পরিবারের সদস্যরা বেরিয়ে এলে, হামলাকারীরা চম্পট দেয়। আক্রান্ত সলমন খান বলেন, “হঠাৎ দেখছি আমার মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে দেয়।’’
আনিস খানের বাড়ির এলাকা আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়াতেই বাড়ি সলমনের। দু’জনের বাড়ির দূরত্ব মেরেকেটে ৫০০ মিটার। এই বছরের, ১৮ই ফেব্রুয়ারি মৃত্যু হয় প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের। এবার বাড়িতেই আক্রান্ত হলেন তাঁর খুড়তুতো ভাই। আক্রান্তের বাবার কথায়, “কারা মেরেছে, এখন শাসক দল যারা আছে তারা, আনিসকে কারা মারল? ওই শাসক দলই তো মারল।’’ তৃণমূল নেতা অরূপ রায় বলেন, “যা অভিযোগ করছে, তা মিথ্যে, একটা কালচার হয়েছে, তৃণমূলের নাম জড়ালে প্রচার পাওয়া যায়। এর সঙ্গে দলের বা তৃণমূল কর্মীদের কোনও যোগ নেই। পারিবার গন্ডগোল ছিল, সেই কারণে হয়ে থাকতে পারে।’’ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হয়। ঘটনাস্থল ঘুরে দেখেন তাঁরা। ঘটনাস্থলের ম্যাপ তৈরি করা হয়। এনিয়ে, এদিন থানায় বৈঠক করেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার-সহ আধিকারিকরা। থানার সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান বিভিন্ন সংগঠন ও স্থানীয়দের একাংশ।