Anubrata Mandal: কাঁটা হলেন সেই ‘শিবঠাকুর’ই! হাইকোর্টেও ধাক্কা অনুব্রতর, খারিজ হল জামিনের আর্জি
Cattle Smuggling Case: গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পর, গত ১৪৬ দিন ধরে জেলে রয়েছেন অনুব্রত।
কলকাতা: দিল্লিযাত্রার আগে সাময়িক হিসেব নিকেশ উল্টে দিলেও, 'শিবঠাকুর' কাঁটাই বাধা হয়ে দাঁড়ালেন শেষ মেশ। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জামিনের আর্জি খারিজ হয়ে গেল বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। কিন্তু বুধবার তাঁর সেই আবেদন খারিজ করে দিল বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। ফলে আপাতত আসানসোল জেলেই থাকতে হবে অনুব্রতকে।
হাইকোর্টেও জামিনের আর্জি মঞ্জুর হল না অনুব্রতর
এ দিন জামিনের শুনানি চলাকালীন বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মুহূর্তে অনুব্রতর জামিন মঞ্জুর করা সম্ভব নয়। তবে 'শিবঠাকুর' কাঁটা যে অনুব্রতকে বিঁধতে পারে, তার ইঙ্গিত মিলেছিল একদিন আগেই। কারণ খুনের চেষ্টার অভিযোগে এক বছর পর অনুব্রতকে কেন গ্রেফতারির প্রয়োজন পড়ল, গতকালই প্রশ্ন তোলে আদালত। গতকাল পুলিশের ভূমিকারও সমালোচনা করে আদালত। বলা হয়, "পুলিশকে ব্যবহার করে একজনকে এভাবে গ্রেফতার করা যায় না।"
গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পর, গত ১৪৬ দিন ধরে জেলে রয়েছেন অনুব্রত। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সম্প্রতি আদালতের অনুমোদন জোগাড় করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কিন্তু শেষ মুহূর্তে তাতে বাধা হয়ে দাঁড়ায় অনুব্রতর বিরুদ্ধে দায়ের হওয়া এক বছর আগের একটি অভিযোগ, যেখানে তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডল (Shivthakur Mondal), অনুব্রতর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন। সেই মামলায় রাতারাতি অনুব্রতকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। ফলে অনুব্রতর দিল্লিযাত্রা আটকে যায়।
আরও পড়ুন: Mamata Banerjee : গঙ্গাসাগরের জন্য এক পয়সা বাতাসা দিয়েও কেন্দ্র সাহায্য করে না, বললেন মুখ্যমন্ত্রী
গোড়া থেকেই পুরনো মামলাকে এ বাবে খুঁচিয়ে তোলা নিয়ে উঠছিল প্রশ্ন। বিরোধীরা অভিযোগ তোলেন, অনুব্রতর দিল্লি যাত্রা রুখতেই পরিকল্পনা করে মিথ্যে মামলা দায়ের করানো হয়েছিল শিবঠাকুরকে দিয়ে। যে প্রক্রিয়ায় অনুব্রতকে গ্রেফতার করা হয়, তা অত্যবন্ত অস্বচ্ছ ছিল বলে গতকাল মেনে নেয় আদালতও। এর পরই বুধবার অনুব্রতর জামিনের আর্জি খারিজ করে দেওয়া হল।
এ বার কি দিল্লি নিয়ে যাওয়া হবে অনুব্রতকে! জল্পনা তুঙ্গে
এর পাশাপাশি, অনুব্রতর জামিনের বিরোধিতা করে আগাগোড়া তাঁর বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বকে ঢাল হিসেবে ব্যবহার করতে দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারীদের। মামলা এই মুহূর্তে যে পর্যায়ে রয়েছে, সেখানে অনুব্রতর জামিন মঞ্জুর করা সম্ভব নয় বলেও এ দিন জানিয়ে দিল আদালত। তাহলে কি এ বার অনুব্রতকে নিয়ে দিল্লি রওনা দেবেন গোয়েন্দারা, শুরু হয়েছে জল্পনা।