Anubrata Mondal:'অনুমাধব গোখরো ছিলে, এখন তুমি হেলে, এই সমাজ আর চায় না, আবার ঢোকো জেলে', রুদ্রনীলের প্যারোডি
Anubrata Mondal Viral Clip: ভাইরাল অডিও নিয়ে এবার কটাক্ষ করেছেন রুদ্রনীল ঘোষ।

কলকাতা: বোলপুর থানার আইসিকে টেলিফোনে সম্প্রচারের অশালীন ভাষায় গালিগালাজ, হুমকি-হুঁশিয়ারি। এমন ভাষা যা এতটাই কুৎসিত-অশ্লীল সম্প্রচারেরও অযোগ্য। মহিলাদের সম্পর্কে নোংরা কথাও শোনা যায়। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে রাজ্যজুড়ে অনুব্রত মণ্ডলের আচরণে ছি!ছি। সমালোচনার ঝড় উঠেছে চারিদিকে। বীরভূমে তৃণমূলের হেভিওয়েট নেতার মুখের এ কী ভাষা।
ফোনে বোলপুর থানার IC-কে জঘন্য ভাষায় আক্রমণ, গালিগালাজ করলেন অনুব্রত মণ্ডল। আর কথোপকথনের সেই অডিও ক্লিপ সমাজমাধ্যমে পোস্ট করে কড়া আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ভাইরাল অডিও নিয়ে এবার কটাক্ষ করেছেন রুদ্রনীল ঘোষ।
ফেসবুকে একটি পোস্ট করে রুদ্রনীল ঘোষ গেয়েছেন। সরাসরি নাম না নিয়ে একটি বিশেষ নামে ডেকেছেন তিনি। প্যারোডিতে তিনি বলেছেন-
'অনুমাধব, অনুমাধব পুলিশকে দাও গালি
অনুমাধব চোখে কাজল, তোমার চেয়ার খালি
অনুমাধব গুড় বাতাসা চড়াম চড়াম ঢাক
দিদির উপর রাগ হয়েছে তাই কি চিচিং ফাঁক?
অনুমাধব গোখরো ছিলে, এখন তুমি হেলে
এই সমাজ আর চায় না, আবার ঢোকো জেলে'।
এদিকে, এই ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক ধারায় FIR দায়ের করা হয়েছে। তার মধ্যে একটি জামিন অযোগ্য ধারাও রয়েছে। এরপর এদিন বিকেলেই বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের নামে নোটিস দিয়ে আসেন বোলপুর থানার এক কনস্টেবল। শনিবার অনুব্রত মণ্ডলকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে বিবৃতি জারি করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ক্ষমা না চাইলে শোকজ করার হুঁশিয়ারি দেওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যেই বিবৃতি জারি করে ক্ষমা চেয়ে নেন অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, 'আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ খাই তো রাতে অনেক ঘুমাই। আর আমি এখন ১০টার সময় ঘুমিয়ে যাই। ঘুমের ট্যাবলেটও খাই। সেইসময় ঘুমটা ভেঙেছে। আমি নিজের রাগ সামলাতে পারিনি। স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমাপ্রার্থী।'
এদিনের ঘটনার পর অনুব্রত মণ্ডলের নিরাপত্তায় কাঁটছাঁট করেছে পুলিশ।






















