Anubrata Mondal House CBI Live: কলকাতায় নিয়ে আসার পথে অনুব্রতর চোখে জল!
Anubrata Mondal Live Update: বাড়িতে ঢুকে দরজায় তালা লাগিয়ে দেন সিবিআই অফিসাররা। সিবিআইয়ের ১০-১২টি গাড়ির কনভ।

Background
গরুপাচার (Cow Smuggling মামলায় তত্পর সিবিআই (CBI)। গতকাল হাজিরা এড়ানোর পর আজ সকালে বোলপুরের (Bolpur) নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়িতে হানা। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছে যান সিবিআই অফিসাররা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সিবিআই আধিকারিকরা। গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। মাত্র একবার হাজিরা দেন তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়ান অনুব্রত।
সিবিআই সূত্রে খবর, গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর (Dr Chandranath Adhikari) সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আজ ওই চিকিত্সকের বয়ান রেকর্ড করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিত্সককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হয়। কার নির্দেশে ওই সরকারি চিকিত্সক বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে গিয়েছিলেন, তাও জানতে চায় সিবিআই। খবর সূত্রের।
গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। আসানসোল আদালতে তোলা হতে পারে তাঁকে। সকাল ১১টা নাগাদ অনুব্রতকে তুলে নিয়ে গেল সিবিআই। স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে। আজ তাঁকে তোলা হতে পারে আসানসোল আদালতে। সকাল ৯.৪০ নাগাদ আদালতের নির্দেশনামা, মেডিক্যাল রিপোর্ট নিয়ে অনুব্রতর বাড়িতে যায় সিবিআই
Anubrata Live Update: গ্রেফতার অনুব্রত মণ্ডল, সোশাল মিডিয়া জুড়ে মিমের ছড়াছড়ি
গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর তারপরই এ নিয়ে সোশাল মিডিয়া জুড়ে দেখা গিয়েছে মিমের ছড়াছড়ি।
Anubrata Live Update: খাসতালুক থেকেই গ্রেফতার অনুব্রত
খাসতালুক থেকেই গ্রেফতার অনুব্রত। গুড়-বাতাসা-নকুলদানা বিলি কংগ্রেস-বিজেপির।






















