Anubrata Mondal : ' বাঁচতে পারবেন না, জেলে পার্থ অপেক্ষায়', অনুব্রতকে কটাক্ষ সুকান্তর
দশম বারেও শারীরিক পরিস্থিতির কারণেই তিনি আজ আসতে পারছেন না বলেই সিবিআইকে জানাতে চলেছেন , অনুব্রত এমনটাই সূত্রের খবর।
মনোজ মন্দ্যোপাধ্যায়, বীরভূম : CBI এর দশম ডাকও কি উপেক্ষা করতে চলেছেন অনুব্রত ? সম্ভবত হ্যাঁ। বুধবার অনুব্রত আসবেন না নিজাম প্যালেসে, সূত্রের দাবি এমনটাই। তবে এখনও পর্যন্ত ইমেইল মারফত কিংবা অন্য কোন ভাবে এই বার্তা সিবিআই এর কাছে পৌঁছে দেওয়া হয়নি অনুব্রত মণ্ডলের তরফে।
সূত্রের খবর, ১১ টার মধ্যে ইমেইল মারফত কিংবা অনুব্রত মণ্ডলের তরফে তাঁর আইনজীবী সশরীরে নিজাম প্যালেস এ গিয়ে লিখিতভাবে এই কথা সিবিআই কে জানিয়ে আসবে । এই দশম বারেও শারীরিক পরিস্থিতির কারণেই তিনি আজ আসতে পারছেন না বলেই সিবিআইকে জানাতে চলেছেন , অনুব্রত এমনটাই সূত্রের খবর।
কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের
আর এই খবরে কড়া প্রতিক্রিয়া দিয়ে বিরোধী শিবির। ' অতীতে এসএসকেএমকে ব্যবহার করে সিবিআই হাজিরা এড়িয়েছেন অনুব্রত। এবার মহকুমা হাসপাতালকে ঢাল করছেন। চিকিৎসকের উপর চাপ সৃষ্টি করে বেড রেস্ট লিখিয়ে নিচ্ছেন। এভাবে তো উনি বাঁচতে পারবেন না। জেলে ওনার জন্য পার্থ চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন। ' কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
'মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা'
রবি-সোম মিলিয়ে তিনি বোলপুরের বাড়ি থেকে কলকাতার চিনার পার্ক এবং এসএসকেএম মেডিকেল বোর্ড হয়ে ফের বোলপুরে ফিরে আসা মিলিয়ে ৪০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছেন গাড়িতে। তাতে তার শারীরিক পরিস্থিতি, মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা মূলত স্ট্রেস বেড়েছে। এসবের মাঝেই ফের সিবিআইয়ের এই দশম নোটিশ তাকে পাঠানোয় তিনি কার্যত বিপর্যস্ত, এমনটাই দাবি। সূত্রের খবর, সিবিআই কে দেওয়া আজকের বার্তায় অনুব্রত এমনটাই জানাতে পারেন।
আরও পড়ুন :