Anubrata Mondal: বেতন মাত্র কয়েক হাজার, কেষ্টর রাঁধুনির অ্যাকাউন্টে ৬০ লক্ষের লেনদেন!
Cattle Smuggling Case: কেষ্টর রাঁধুনি তথা লাভপুর কলেজের অশিক্ষক কর্মী বিজয় রজককে দিল্লিতে জিজ্ঞাসাবাদ।
প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় ফের চাঞ্চল্যকর তথ্য। এ বার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)রাঁধুনি বিজয় রজকের অ্যাকাউন্টে ৬০ লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলল বলে খবর। মাত্র কয়েক হাজার টাকার বেতন পেতেন বিজয়। তার পরও তাঁর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা এল কোথা থেকে, উঠছে প্রশ্ন (Cattle Smuggling Case)।
বীরভূমের তৃণমূল সভাপতি, অনুব্রতর রাঁধুনি বিজয়
বিজয় রজকের অ্যাকাউন্টে কীভাবে লক্ষ লক্ষ টাকার লেনদেন, জবাব খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। অ্যাকাউন্ট খোলা থেকে লেনদেন, কিছুই তিনি জানেন না বলে দাবি করেছেন বিজয়। ইডি-র জিজ্ঞাসাবাদে বিজয় জানিয়েছেন, নির্দেশ অনুযায়ী শুধুই সই করে দিয়েছেন তিনি। বীরভূমের তৃণমূল সভাপতি, অনুব্রতর রাঁধুনি বিজয়। লাভপুর কলেজের অশিক্ষক কর্মীও তিনি। দিল্লিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।
গরুপাচার মামলায় তদন্তে নেমে বার বার ঘুরপথে টাকার লেনদেনের অভিযোগ তুলেছে ইডি। বাড়ির পরিচারক থেকে অধস্তন, সহযোগী এবং অনুগামীদের অ্যাকাউন্ট ব্যবহার করে অনুব্রত কোটি কোটি টাকার লেনদেন করেছেন বলে শুরু থেকেই দাবি করে আসছিলেন ইডি-র তদন্তকারীরা। বিজয়ের অ্যাকাউন্ট থেকে যে তথ্য সামনে এসেছে, তাতে তাঁদের সেই দাবিই এ বার প্রতিষ্ঠা পাচ্ছে।
আরও পড়ুন: Santanu Banerjee: ১০ কাঠা জমিতে গেস্টহাউস, আনাগোনা ছিল নীলবাতির গাড়ির! হুগলির জুড়ে রাজপাট শান্তনুর
গরু পাচার মামলায় তদন্ত যত এগোচ্ছে, তৃণমূলের বীরভূম জেলার সভাপতির আর্থিক যোগসূত্র খুঁজতে গিয়ে ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যদের নামে কোটি কোটি টাকার সম্পত্তি, স্ত্রী-কন্যা-আত্মীয় থেকে শুরু করে দেহরক্ষী, গাড়ির চালকেরএকাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে বলেও খবর কেন্দ্রীয় সংস্থা সূত্রে।
শক্তিগড়ে খাবারের দোকানে এক টেবিলে অনুব্রতর সঙ্গে দেখা গিয়েছিল বিজয়কে
সেই সব খতিয়ে দেখতেই অনুব্রতর কন্যা সুকন্য়া, তাঁর গাড়ির চালক তুফান মিদ্যা, অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষ বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয়কে ডেকে পাঠানো হয় দিল্লিতে। অনুব্রতকে যেদিন দিল্লি নিয়ে যাওয়া হয়, সেদিন শক্তিগড়ে খাবারের দোকানে এক টেবিলে অনুব্রতর সঙ্গে দেখা গিয়েছিল বিজয়কে। অনুব্রত কন্যা এখনও জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের সামনে উপস্থিত হননি। ২০ মার্চের মধ্যে ফের তাঁকে তলব করা হয়েছে।