World Yoga Cup 2022: বিশ্ব যোগা কাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হলেন আরামবাগের ছেলে
Arambag News: বিশ্ব যোগা কাপ ২০২২ -এর প্রতিযোগিতায় এবারে চ্যাম্পিয়ন হলেন আরামবাগের ছেলে সূর্য মুখোপাধ্যায়।সূর্যকে অভিনন্দন জানাতে আসেন আরামবাগের সাংসদ।
মোহন দাস, আরামবাগঃ বিশ্ব যোগা কাপ ২০২২ -এর প্রতিযোগিতায় ( World Yoga Cup 2022 ) এবারে চ্যাম্পিয়ন হলেন আরামবাগের ছেলে সূর্য মুখোপাধ্যায় (Arambag boy Surya Mukherjee )। অনুর্ধ্ব ১৯ বিশ্ব যোগা প্রতিযোগিতায় সূর্য প্রথম স্থান অধিকার করে দেশের নামও উজ্জ্বল করলেন সূর্য মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তাঁর এই কৃতিত্বে ব্যাপক আনন্দিত গোটা এলাকা। এই খবর পেয়ে সূর্যকে অভিনন্দন জানাতে আসেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারও।
আরও পড়ুন, শুধু দেশ নয়, বাংলার সঙ্গেও বিশেষ সংযোগ ছিল তাঁর: শিনজোর মৃত্যুতে শোকপ্রকাশ মমতার
খবর পেয়ে সূর্যকে অভিনন্দন জানাতে আসেন আরামবাগের সাংসদ
অনুর্ধ্ব ১৯ বিশ্ব যোগা কাপ ২০২২ -এর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন আরামবাগের ছেলে সূর্য মুখোপাধ্যায়ের সাফল্যে অভিনন্দন জানাতে আসেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। তিনি সূর্যকে বিশেষভাবে সম্বর্ধনা দেন। জানা গিয়েছে, উত্তর প্রদেশের গাজিয়াবাদে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। যে প্রতিযোগিতায় বিশ্বের ১৬ টি দেশের প্রতিনিধিরা এসেছিলেন। তাঁদের সকলের মধ্যে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক ছিনিয়ে নেন আরামবাগের ছেলে সূর্য মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই খবর পেতেই উচ্ছ্বাসে ভেসে গোটা আরামবাগ।
কেন যোগাতে আসা ? 'ছোটবেলায় ওর খুব গ্যাস অম্বলের ধাত ছিল'- বললেন বাবা
কেন যোগাতেই তাকে আসতে হয়েছিল।এই প্রশ্নের উত্তরে তার বাবা হারাধন মুখোপাধ্যায় বলেন, ছোটবেলায় ওর খুব গ্যাস অম্বলের ধাত ছিল। তাই প্রথমে সাঁতারে ভর্তি করে ছিলাম। কিন্তু সেখানে দেখা গেল জল খেয়ে ফেলছে। অন্য রোগ এসে যাচ্ছে। তাই যোগাতেই ভর্তি করেছিলাম। তারপর থেকে আর দেখতে হয়নি।এর আগেও অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে বিভিন্ন জায়গায়। এরপর উত্তর প্রদেশের গাজিয়াবাদে যায়। সেখানেই স্বর্ণ পদক পায়। বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে নেয়। আমার ছেলে দেশের গর্ব। আমরা খুবই আনন্দিত। সূর্য ২৩ সালে ফের ইন্দোনেশিয়া যাবে বলে জানান সূর্যের বাবা হারাধন মুখোপাধ্যায় ।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )