Atal Bihari Vajpayee: বাজপেয়ীর জন্মদিনে শুভেন্দুর কর্মসূচিতে ছিঁড়ল ফ্লেক্স, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এদিন কাঁথির ডর্মিটরি মাঠে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী।
ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির কর্মসূচি ঘিরে কাঁথিতে উত্তেজনা। শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানের আগে ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
প্রাক্তন প্রধানমন্ত্রী অচলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে আজ সুশাসন দিবস পালন করছে বিজেপি। এদিন কাঁথির ডর্মিটরি মাঠে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। বিজেপির অভিযোগ, তার আগে গতকাল রাতে সভাস্থলে ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
আজ অটল বিহারী বাজপেয়ীর ৯৭তম জন্মবার্ষিকী ছিল। স্মারকে সকালে দিল্লিতে বাজপেয়ীর সমাধিক্ষেত্র ‘সদৈব অটলে’ গিয়ে তাঁকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, ওম বিড়লা-সহ অনেকেই। এদিন প্রধানমন্ত্রী টুইট করে জানান, "অটল জিকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। আমরা জাতির জন্য তার সমৃদ্ধ সেবা দ্বারা অনুপ্রাণিত হই। ভারতকে শক্তিশালী ও উন্নত করার জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। উন্নয়নের উদ্যোগগুলিতে লক্ষ লক্ষ ভারতীয়র মনে ইতিবাচক প্রভাব ফেলেছে।"
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলেন, "প্রধানমন্ত্রী হিসাবে, অটলজি, বিভিন্ন দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে, একটি শক্তিশালী ভারতের ভিত্তি স্থাপন করেছিলেন। দেশে সুশাসনের প্রতি দৃষ্টিভঙ্গি দূরদৃষ্টি সম্পন্ন। " ২০১৪ সাল থেকে, যখন মোদী সরকার প্রথম ক্ষমতায় আসে, অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী প্রতি বছর সুশাসন দিবস হিসাবে পালিত হয়।
এছাড়াও, প্রয়াত বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়েছেন লোকসভার ওম বিড়লাও। তিনি তাঁর টুইটে লেখেন, ”ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে জন্মজয়ন্তীতে কোটি কোটি প্রণাম। দেশের মহান সন্তান অটলজি সুশাসনকে অগ্রাধিকার তাঁর সমগ্র জীবন দেশবাসীর কল্যাণে উৎসর্গ করেছিলেন। ওঁর কীর্তি চিরকাল অটল থেকে আমাদের পথ দেখাবে।”