Covid19 Vaccination: শিক্ষাঙ্গন খোলার আশায় শিক্ষার্থী থেকে কর্তৃপক্ষ, শিলিগুড়ি কলেজে শুরু পড়ুয়াদের ভ্যাকসিনেশন
কলেজ খোলার সিদ্ধান্ত হলে, যাতে আর সময় নষ্ট না হয়, সেই কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের জন্য ভ্যাকসিনেশন শুরু করল শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ।
সনৎ ঝা, শিলিগুড়ি: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে পুজোর পরই খুলতে পারে স্কুল। ফের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে কলেজ খোলার আশায় পড়ুয়া থেকে কর্তৃপক্ষ। তারই প্রস্তুতি হিসেবে শিলিগুড়ি কলেজে শুরু হল, পড়ুয়াদের ভ্যাকসিনেশন।
বিধি মেনে সশরীরে ক্লাস শুরু হয়ে গিয়েছে ITI এবং পলিটেকনিক কলেজে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে পুজোর পর স্কুল খোলার ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পুজোর পর স্যানিটাইজ করে খুলব। যদি থার্ড ওয়েভ না আসে, তবেই।'' কিন্তু কবে খুলবে কলেজ-বিশ্ববিদ্যালয়? অপেক্ষায় পড়ুয়া থেকে কর্তৃপক্ষ। কলেজ খোলার সিদ্ধান্ত হলে, যাতে আর সময় নষ্ট না হয়, সেই কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের জন্য ভ্যাকসিনেশন শুরু করল শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Hooghly: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামে গ্ৰাহক সেবা কেন্দ্র খুলে প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক
শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, শিলিগুড়ি কলেজে আজ থেকে ভ্যাকসিনেশন শুরু হল। সব ছাত্রদের দেওয়া হবে। কলেজ দ্রুত খোলার চেষ্টা চলছে।১০ তারিখ পর্যন্ত ভ্যাকসিন চলবে। কলেজের পরিবেশ থেকে দূর মন পীড়ায় আছে। ভ্যাকসিনেশন হলে মানসিক জোর পাবে। প্রতিদিন এক হাজার পড়ুয়াকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কলেজ থেকে। বুধবার বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের দিয়ে কর্মসূচির সূচনা হয়। ভ্যাকসিন নেওয়ার জন্য হলেও, দীর্ঘদিন পর কলেজে আসতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। শিলিগুড়ি কলেজ ছাত্রী দীপশিখা রায় বলেন, সব কলেজে ভ্যাকসিনশেন হলে, কলেজ খুললে ভালো। অনলাইনে সেভাবে হয় না। কলেজ খুললে খুবই ভালো। পড়াশোনাটা ভালোভাবে হবে। শিলিগুড়ি কলেজের আরেক ছাত্রী রোহিনী সরকারের কথায়, খোলার কথা শুনেছি। খুললে ভালো হবে। অনেরদিন বন্ধ। পড়াশোনার অসুবিধে হচ্ছে। ছাত্র-ছাত্রীদের মতো অন্যরাও চাইছেন এবার খুলুক শিক্ষা প্রতিষ্ঠান।
করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে এলেও, আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের। সেই আশঙ্কা এড়ানো গেলে, ফের চেনা ছন্দে ফিরবে স্কুল-কলেজ। শিলিগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিসস্ট্রের্সের চেয়ারম্যান গৌতম দেব বলেন, “শিক্ষাঙ্গ মুখরিত হোক। ছাত্ররা ওয়ার্স্ট সাফারার কোভিড মুহূর্তে। ল্যাব বেসজ সাবজেক্টের পডুয়ারা ভীষণভাবে সমস্যায়। মুখ্যমন্ত্রীর ভাবনা বাস্তবায়িত করতে সমস্যা যাতে না হয় তাই টিকাকরণ।’’
আরও পড়ুন: আউশগ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের তদন্তে ঘটনাস্থলে গেল সিআইডি