Baguiati Flat: 'হেলে পড়লেও ভেঙে পড়বে না, কেন বাড়ি ভাঙব? কাউন্সিলর জানত', বাগুইআটিতে হেলে পড়া বাড়ি নিয়ে চরমে বিবাদ
Baguiati News: এবার বাগুইআটির জগৎপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়ল। বাগুইআটির জগৎপুর নেতাজি পল্লীতে আতঙ্ক।

শিবাশিস মৌলিক, কলকাতা: শহরে এবার বহুতল-বিভীষিকা। পর পর সামনে আসছে বাড়ি হেলে পড়ার মতো ঘটনা। গার্ডেনরিচের পর বাঘাযতীন, বেলঘরিয়া, ট্যাংরা, বিধাননগরের পর এবার বাগুইআটিতেও ফ্ল্যাট-বিভ্রাট। আচমকাই হেলে পড়ছে একের পর এক ফ্ল্যাট।
এবার বাগুইআটির জগৎপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়ল। বাগুইআটির জগৎপুর নেতাজি পল্লীতে আতঙ্ক। ঘটনার কথা জানাজানি হতেই ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডলের লিখিত অভিযোগ বিধাননগর পুরনিগমে লিখিত অভিযোগ শাসক কাউন্সিলরের। পুকুর বুজিয়ে কয়েক ছটাক জমির ওপরে গড়ে উঠেছে বাড়িগুলো, অভিযোগ স্থানীয়দের। বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, আশঙ্কা স্থানীয় কাউন্সিলরের।
ইতিমধ্যেই বিধাননগর সিটি পুলিশ এলাকায় পৌঁছয় এবং বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। যদিও বাসিন্দাদের কথায়, '৬ মাস ধরে এই সমস্যা চলছে। বাড়ি সামনে ঝুঁকে এসেছে। বাড়ি যখন করেছিলাম তখনই কাউন্সিলরকে জানিয়েই করেছিলাম। উনি না জানলে কখনও বাড়ি করা যেত? এখন বলছে বাড়ি ভাঙতে হবে। মুখে বললেই বাড়ি ভেঙে দেব নাকি! আমাদের মধ্যে আতঙ্ক নেই। হেলে পড়েছে ঠিকই তবে ভেঙে পড়বে না'।
আরও পড়ুন, 'এত টাকা দিয়ে ফ্ল্যাট নিলাম, এখন তো পথে বসব', ট্যাংরায় হেলে পড়া বহুতল, বাসিন্দাদের 'উড়ল ঘুম'
এক বাসিন্দাদের কথায়, 'আমাদের বাড়ির মধ্যে কোনও ক্র্যাক নেই। পুরসভার ইঞ্জিয়ার এসে ভেরিফাই করতে পারে। আমাদের বাড়ি সম্পূর্ণ বৈধ। একইভাবে আছে এই বাড়ি। পুরসভার অনুমোদন নেইনি , কারণ এখানে দীর্ঘ সময় ট্যাক্স-মিউটেশন সব বন্ধ হয়ে আছে এখন। কোনও প্ল্যানও হয়নি। খুব কষ্ট করে এই বাড়ি করেছি।'
কাউন্সিলর অবশ্য জানিয়েছেন এই বাড়ি আমাদের অজান্তেই হয়েছে।
তবে কি গোড়াতেই গলদ? নজরদারির অভাব? দিকে দিকে বাড়ি হেলে পড়ার এই ঘটনায় রীতিমতো বুক কাঁপছে শহরবাসীর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















