Partha Chatterjee: জামিনের আর্জি খারিজ, বড়দিন এবং নতুন বছরও জেলেই 'অনুগত' পার্থ
এ দিন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।
কলকাতা: এবার বড়দিন (Chirstmas) এবং নতুন বছরও জেলেই কাটবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তবে, বৃহস্পতিবার আদালত থেকে বেরোনোর সময়, ফের দলের প্রতি অনুগত থাকার বার্তা দিলেন তিনি। বললেন, আমি নিজে দলের সঙ্গে আছি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের আগে, এ দিন দলীয় কর্মীদের শুভেচ্ছাও জানান তৃণমূলের (TMC) প্রাক্তন মহাসচিব। এদিকে, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly), সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya), শান্তিপ্রসাদ সিন্হা সহ নিয়োগ দুর্নীতিতে ধৃত ৬ জনের জামিনের আর্জি খারিজ করে দিল আলিপুর আদালত। ৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে তাঁদের। এ দিন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তাঁর দাবি, আদালতে তদন্তের নামে মাসল পাওয়ার দেখাচ্ছে CBI। পাল্টা CBI'এর আইনজীবীর সওয়াল, আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখি না, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি ।
অনুগত থাকার বার্তা: দল দূরে থাকলেও, ফের দলের প্রতি অনুগত থাকার বার্তা দিলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের আগে জানালেন শুভেচ্ছা। নিয়োগ দুর্নীতি মামলায় আজ আলিপুর আদালতে তোলার আগে বার্তা দেন পার্থ। প্রমাণ হল পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের সঙ্গেই আছেন, কটাক্ষ বিরোধীদের। ওঁর মন্তব্য নিজস্ব, দায় নেবে না দল, জানালেন কুণাল ঘোষ। মাঝে আর মাত্র ৯ দিন। তারপরই শুরু হবে নতুন ইংরেজি বছর। আর, ওই দিনই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর দল পদে পদে তাঁর সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করলেও....তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের রজতজয়ন্তী বর্ষের আগে আবারও সেই দলের প্রতি অনুগত থাকার বার্তা দিলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।
জামিনের আর্জি খারিজ: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনকে গতকাল আলিপুর আদালতে তোলা হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, এদের মধ্যে সুবীরেশ ভট্টাচার্যকে ফের হেফাজতে চাইতে পারে সিবিআই এমন পূর্বাভাস ছিল। পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হা ও দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-সহ বাকিদের জামিনের আবেদনের বিরোধিতা করা হয়। তবে গতকাল নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীসহ ৭ জনের জামিনের আর্জি খারিজ করে দেয় আলিপুর আদালত। তদন্তের নামে মাসল পাওয়ার দেখাচ্ছে CBI। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখি না, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি, পাল্টা সওয়াল করলেন CBI'এর আইনজীবী।