Balurghat Municipal Poll Result 2022: সুকান্তের গড়ে সবুজ ঝড়, বালুরঘাটে জয়ী তৃণমূল
Balurghat Municipal Poll Result 2022: রাজ্যের সর্বত্রই সবুজ ঝড়। সেই ঝড় উঠল বালুরঘাটেও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড়েই তৃণমূল কংগ্রেসের জয়।
বালুরঘাট: রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। বিধানসভা ভোটের মতোই পুরভোটেও বাজিমাত করেছে জোড়াফুল। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড়েও সবুজ ঝড়। বালুরঘাট পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ডে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ২ টো মাত্র ওয়ার্ডে জয় পেয়েছে বামেরা। ২৩ নম্বর ওয়ার্ডে সুকান্ত মজুমদারের ওয়ার্ডে জয় পেয়েছে তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী।
এদিকে, খড়গপুর দিলীপ ঘোষের গড় হিসেবেই খ্যাত। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির এই গড়ে এবার ঝড় তুলল তৃণমূল। বেশিরভাগ পুরসভা দখল করেছে তৃণমূল। এই জয় দিলীপ ঘোষের গড়ে খড়গপুর পুরসভা দখল করল তৃণমূল। ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
এদিন জয়লাভ করে হিরণ চট্টোপাধ্যায় বলেন, "এই জয় এক ঐতিহাসিক জয়। আমার ব্যক্তিগত জয় নয়। এই জয় মানুষের জয়। মানুষের বিশ্বাসের, শক্তির জয়। মানুষের ওপর যে অত্যাচার হয়েছে, বঞ্চনা হয়েছে। একফোঁটা জলের জন্য হাহাকার করেছে, সেই প্রতিবাদের জয়। অবশ্যই এই জয় ভারতীয় জনতা পার্টির। দলের কর্মী-সমর্থকেরা যেভাবে পাশে থেকে লড়াই করেছেন তা বলার নয়। আমি বিজেপির হয়ে গত ১০ মাস নিরন্তর কাজ করে চলেছি। আগামী ৫ বছর কাউন্সিলর হয়ে কাজ করে চলব। আমরা একসঙ্গে সকলে কাজ করে চলব।" ওই ওয়ার্ডের দীর্ঘ দিনের তৃণমূলের নেতা জহর পাল এ বারেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু হিরণের কাছে পরাজিত হন।
এদিকে, প্রথমে ত্রিশঙ্কু হলেও এক নির্দল প্রার্থী যোগদান করায় পুরুলিয়ার ঝালদা পুরসভা দখল করল তৃণমূল। ১২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল দখল করেছে ৬টি ওয়ার্ড। কংগ্রেস ৫টি ওয়ার্ড দখল করেছে। ২ জন নির্দল প্রার্থী জয়ী হলেও ভোটের ফল ঘোষণার পরেই এক নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেন।২০১৫-র পুরভোটে কংগ্রেস ৮, ফরওয়ার্ড ব্লক ২, সিপিএম ১ ও নির্দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছিল।