Bangladesh India Border: কাঁটাতারের বেড়ায় লাগানো হল কাচের বোতল ! অনুপ্রবেশ ঠেকাতে নতুন কৌশল BSF-এর
BSF New Strategy On Border Area :কোচবিহারের মেখলিগঞ্জে কাঁটাতারে লাগানো হল কাচের বোতল, কেন এমন কৌশল নিল সীমান্ত রক্ষী বাহিনী ?

কলকাতা: বাংলাদেশ ইস্যুতে সীমান্তে কড়া নজর BSF-র। অনুপ্রবেশ ঠেকাতে এবার নতুন কৌশল নিল সীমান্ত রক্ষী বাহিনী। কাঁটাতারের বেড়ায় লাগানো হল কাচের বোতল। ।কোচবিহারের মেখলিগঞ্জে কাঁটাতারে লাগানো হল কাচের বোতল ফুলকাডা বুড়ি ভারত বাংলাদেশ সীমান্তে কিছুদিন আগেই লাগানো হয় কাঁটাতার। BSF-এর সাহায্যে সেখানে কাচের বোতল লাগালেন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীরা ওই তার কেটে নিলে সশব্দে ভাঙবে কাচের বোতল। তাতে সতর্ক হবে BSF, দাবি স্থানীয়দের।
কলকাতাকে বাংলাদেশের অঙ্গরাজ্য করার হুমকি দিয়েছে বাংলাদেশের মৌলবাদীরা। বাংলা-সহ সারা দেশেই জঙ্গি ইস্যু ঘিরেও সতর্ক ভারত সরকার। একের পর এক ভুয়ো পার্সপোর্টকাণ্ড সামনে আসছে। গ্রেফতার হয়েছেন একাধিক অনুপ্রবেশকারী। তারই মধ্যে গত কয়েকদিন ধরেই সীমান্তে, কাঁটাতার দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠে এসেছে BGB এর বিরুদ্ধে। যদিও সীমান্তে এই উস্কানিতে থেমে নেই ভারত। পাল্টা চাপ এবার দিল্লির তরফেও।
মূলত গত রবিবার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল ইউনূস সরকার। তারই পাল্টা, দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে কড়া বার্তা দিয়েছে বিদেশমন্ত্রক। ইতিমধ্যেই এই ইস্যুতে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে খবর, কাঁটাতারের ইস্যু-সহ নিরাপত্তাজনিত দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে যে চুক্তি রয়েছে, সেই প্রোটোকল মেনে চলছে ভারত সরকার। এদিন এই বিষয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে দিল্লি।
সম্প্রতি বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে, দিনে-দুপুরে হামলার মুখে পড়েছিল BSF। ত্রিপুরার উনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েত এলাকা দিয়ে, সীমান্ত পার করে বাংলাদেশের দিকে পালাচ্ছিল পাচারকারীরা। বিএসএফ তাদের ধাওয়া করে। তখন তাদের ওপর চড়াও হয়েছিল। বিএসএফের ওপর হামলা চালায়, তাদের হাতিয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। পরে আরও বিএসএফ জওয়ানরা সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। পাচারকারীদের কাউকে আর ধরা যায়নি।
ঘটনাটি ঘটেছিল ত্রিপুরার উনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েতের অন্তর্গত সীমান্ত এলাকায়। দুইজন বিএসএফ জওয়ান টহলদারি অবস্থায় ছিলেন। এবং সেই সময় বাংলাদেশের পাচারকারীরা,ওপার বাংলার দিকে যাচ্ছিল। এবং সেই সময় তাঁদেরকে আটক করার চেষ্টা করেছিল বিএসএফ জওয়ানরা। এবং তাঁরা উল্টো চ্যালেঞ্জ জানিয়েছিল বিএসএফ জওয়ানদের। এবং সীমান্তের কাঁটাতার টপকে বাংলাদেশের দিকে যেতে শুরু করেছিল। এবং তাঁদেরকে ধাওয়া করা শুরু করেছিল বিএসএফ এর দুই জওয়ান।
আরও পড়ুন, স্যালাইনকাণ্ডে ভেন্টিলেশনে ২ প্রসূতি ! শারীরিক অবস্থা সঙ্কটজনক, আজই আসবে CT স্ক্যানের রিপোর্ট..
বিএসএফ এর জওয়ানরা যখন কাটাতারের দিকে যায়, তখন বাংলাদেশের বেশ কয়েকজন এসে সেই দুই জওয়ানকে আটকে ফেলেছিল। এবং জওয়ানদের হাতিয়ার ছিনতাই করার চেষ্টা করেছিল। এবং ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করে। যদিও তারপর যখন অন্যান্য বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল, সেই সময় বাংলাদেশি দুষ্কৃতীরা কিছুটা পিছু হঠে। এবং ভয়ে তখন ওই স্থান ছেড়ে পালিয়ে যায় পাচারকারীর দল।






















