Fake Saline: স্যালাইনকাণ্ডে ভেন্টিলেশনে ২ প্রসূতি ! শারীরিক অবস্থা সঙ্কটজনক, আজই আসবে CT স্ক্যানের রিপোর্ট..
Maternity Woman In Ventilation Fake Saline: স্যালাইনকাণ্ডে তিন প্রসূতির শারীরিক অবস্থাই এখনও সঙ্কটজনক ..

কলকাতা: স্যালাইনকাণ্ডে এখনও সঙ্কটজনক রয়েছ SSKM-এ ভর্তি তিন প্রসূতির শারীরিক অবস্থা। প্রসূতিদের মধ্যে মাম্পি সিংহ ও নাসরিন খাতুনকে এখনও ভেন্টিলেশনে। আরেক প্রসূতি মিনারা বিবি রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। গতকাল এই তিনজনেরই সিটি স্ক্য়ান করা হয়েছে। আজ তার রিপোর্ট আসার কথা, হাসপাতাল সূত্রে খবর, তিনজনেরই কিডনিতে সংক্রমণ রয়েছে। মিনারা বিবির ফুসফুসে সংক্রমণ বেশি রয়েছে।
আবার মুখোমুখি সংঘাতে রাজ্য় সরকার এবং জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিক্য়ালে প্রসূতি মৃত্য়ুর ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করে, অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে FIR করা হয়েছে। এর প্রতিবাদে, শুক্রবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য় কর্মবিরতির ডাক দিয়েছেন মেদিনীপুর মেডিক্য়াল কলেজের ইন্টার্ন, জুনিয়র চিকিৎসক ও হাউস স্টাফরা। জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, আমরা আন্দোলন করেছিলাম, তাই আমাদের সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করছে সরকার। প্রথমে আর জি কর মেডিক্য়ালে চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে আন্দোলন। আর এবার মেদিনীপুর মেডিক্য়াল কলেজে প্রসূতি মৃত্য়ুর জন্য় দায়ী করে ৬জন জুনিয়র চিকিৎসক সহ ১২ জন চিকিৎসককে রাজ্য় সরকারের সাসপেন্ড। এরপর অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এরইমধ্য়ে আর জি কর আন্দোলনের অন্য়তম প্রধান মুখ জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশি অভিযান।
ফের সম্মুখসমরে তৃণমূল সরকার ও জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে মেদিনীপুরকাণ্ডের জন্য় চিকিৎসকদের দায়ী করেন মুখ্য়মন্ত্রী। সাসপেন্ড করার পাশাপাশি বুঝিয়ে দেন সিআইডিও তাদের মতো করে ব্য়বস্থা নেবে। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন , 'স্বাস্থ্য় দফতর যে কমপ্লেন করেছে ওটাই তো এফআইআর। ক্রিমিনাল আইন অনুযায়ী সিআইডি তদন্ত করবে।'এরপর রাতেই পশ্চিম মেদিনীপুরের উপ মুখ্য় স্বাস্থ্য় আধিকারিকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,' মানুষের জবাব চাওয়ার অধিকার আছে। যেখানে অন্যায় হয়, সেখানে কথা উঠবেই। আমরা যেমন চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল, তেমনি মানুষের দিকটাও দেখতে হবে। তাই তদন্তের সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
আরও পড়ুন, জ্যোতিপ্রিয়র জেলমুক্তির পরই বুকে ব্যথা শুরু পার্থ-র, প্যানিক অ্যাটাক প্রাক্তন শিক্ষামন্ত্রীর
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
