South 24 Parganas: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ, বাংলাদেশে আটক ট্রলার সহ ৩৪ জন মৎস্যজীবী
West Bengal News: বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানা থেকে কাকদ্বীপের দুটি মৎস্যজীবী ট্রলারকে আটক করার অভিযোগ উঠল বাংলাদেশ সেনার বিরুদ্ধে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দুর্যোগের মধ্যে পড়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ। আর তাতেই বিপাকে পড়লেন কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী। বাংলাদেশে আটক করা হল জোড়া ট্রলার।
দক্ষিণবঙ্গে আগেই ছিল দুর্যোগের সতর্কতা। এমনকী মৎস্যজীবীদের জন্য ছিল সতর্কবার্তাও। সোমবার আবহাওয়া দফতর জানিয়েছিল, নিম্নচাপ তৈরি হচ্ছে ফলে সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে ২৪ ঘণ্টা বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞার মধ্যেই ঘটল এই বিপত্তি। বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানা থেকে কাকদ্বীপের দুটি মৎস্যজীবী ট্রলারকে আটক করার অভিযোগ উঠল বাংলাদেশ সেনার বিরুদ্ধে। ট্রলারের পাশাপাশি ৩৪ জন মৎস্যজীবীকেও আটক করা হয়েছে। আটক ২ টি ট্রলার ও ৩৪ জন মৎস্যজীবীকে বাংলাদেশের মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, দুর্যোগের মধ্যে আন্তর্জাতিক জলসীমানা থেকে দুটি ট্রলারকে আটক করেছে। ভারত- বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের জন্য বাংলাদেশ সেনা আটক করেছে। ওই এলাকায় দুই দেশের মৎস্যজীবীরাই মাছ ধরে। তবে এখনও বিষয়টি কেন্দ্র বা রাজ্য সরকারের নজরে আনা হয়নি। আটক ২ টি ট্রলার হল এফবি - ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী।
এর আগে বঙ্গোপসাগরে ডুবে গিয়েছিল মৎস্যজীবী ট্রলার। ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করে পাশে থাকা অন্য একটি মৎস্যজীবী ট্রলার। মৎস্যজীবী ইউনিয়ন সূত্রে খবর পাওয়া যায়, প্রাকৃতিক দুর্যোগে নিষেধাজ্ঞা কাটিয়ে গত ২১ জুন ভোর চারটে নাগাদ নামখানার দশমাইল ঘাট থেকে ১৩ জন মৎস্যজীবী নিয়ে এফ. বি শাকিলা নামে একটি ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। বকখালি থেকে চার ঘণ্টা দূরে জম্বু দ্বীপের কাছে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের দাপটে ট্রলারটির পাটাতন ফেটে যায়। বঙ্গোপসাগরে ডুবতে শুরু করে ট্রলারটি। ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি করলে পাশে থাকা অন্য মৎস্যজীবী একটি ট্রলার গিয়ে ডুবন্ত ওই ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করে। পাশাপাশি ডুবন্ত ট্রলারটিকেও উদ্ধার করে আনা হচ্ছে বন্দরে।






















