News Live Updates : আজ নতুন দল ঘোষণা হুমায়ুনের, কোন দিকে বঙ্গ রাজনীতি ?
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
টার্গেট মুসলিম ভোট, আজ নতুন দল ঘোষণা হুমায়ুনের । ‘১৩৫ নয়, প্রয়োজনে ২৯৪ আসনেই লড়াই’, হুঙ্কার ভরতপুরের বিধায়কের। যুবভারতীকাণ্ডে মেসির সঙ্গে থাকা ব্যক্তিদের নামের তালিকা তৈরি সিটের। নোটিস পাঠিয়ে শুরু হবে জিজ্ঞাসাবাদ। খবর সিট সূত্রে।নৈরাজ্যের বাংলাদেশ। খুলনা, রাজশাহির পর চট্টগ্রামেও বন্ধ ভারতীয় ভিসা সেন্টার। ময়মনসিংহে দীপু দাসকে খুনের ঘটনায় ধরপাকড় জারি। গ্রেফতার আরও তিন। ধৃত বেড়ে ১০। জানালেন অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস।
News Live Updates : ভাঙড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ
ভাঙড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ। ঘটনার ভাইরাল ভিডিও প্রকাশ্যে। ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়, খবর সূত্রের।খেলা চলাকালীন হঠাৎই দর্শকদের একাংশের মধ্যে বচসা-মারামারি শুরু হয়।মাঠের মধ্যেই চলে ধস্তাধস্তি, মারামারি।
ঘটনাস্থলে হাজির ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা।
West Bengal Live Updates : দল ঘোষণার আগেই হুঙ্কার হুমায়ুনের
দল ঘোষণার আগেই হুঙ্কার হুমায়ুনের। '১৩৫ বলেছিলাম, প্রয়োজন হলে ২৯৪-এ লড়ব'। পাল্টা দিলেন কুণাল, 'ছোটখাটো জায়গায় কেন, ব্রিগেডে এসে দল ঘোষণা করুন, বিজেপি দিয়ে দেবে, হুঙ্কারের পাল্টা কটাক্ষ।






















