Durga Puja: কলকাতার পুজোর সঙ্গে, বিশ্বের একাধিক দুর্গাপুজোর আয়োজকদের সেতু তৈরিতে বিশেষ উদ্যোগ
কলকাতার পুজোর সঙ্গে, বিশ্বের একাধিক দুর্গা পুজোর আয়োজকদের সেতু তৈরিতেই নেওয়া হল বিশেষ উদ্যোগ। ক্যালকাটা রোয়িং ক্লাবে অনুষ্ঠিত হল
'বেঙ্গল গ্লোবাল কানেক্ট মিট ২০২৫'। বিশ্বব্যাপী একাধিক পুজো উদ্যোক্তাদের পাশাপাশি এদিনের সামিটে উপস্থিত ছিলেন কলকাতার একাধিক পুজো উদ্যোক্তারা। রাজ্য-দেশের সীমানা ছাড়িয়ে, দুর্গাপুজো এখন গ্লোবাল। বিদেশের মাটিতেও পুরোদস্তুর পুজোর আনন্দে গা ভাসায় বাঙালি। আর এবার, সারা বিশ্বের সঙ্গে বাঙালির প্রাণের পুজোকে জুড়তে কলকাতার বুকে, ক্যালকাটা রোয়িং ক্লাবে অনুষ্ঠিত হল 'বেঙ্গল গ্লোবাল কানেক্ট মিট ২০২৫'। সোমবারের সামিটে বিশ্বব্যাপী একাধিক পুজো উদ্যোক্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতার একাধিক পুজো উদ্যোক্তারা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তকমা দেয় ইউনেসকো। উদ্যোক্তাদের দাবি, কলকাতার পুজোর সঙ্গে, বিশ্বের একাধিক পুজোর মণ্ডপের আয়োজকদের সেতু তৈরিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবারের এই সামিটে উপস্থিত ছিলেন কলকাতায় ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং-ও।


















