Passport Scam: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে প্রাক্তন পোস্ট ম্যানের জামিন, 'কোনও প্রমাণই দিতে পারল না পুলিশ..' !
Passport Scam Former Postman Get Bail 'ভুয়ো নথি দিয়ে তৈরির পাসপোর্ট বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন দীপক..', পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে প্রাক্তন পোস্ট ম্যানের জামিন..
কলকাতা: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে প্রাক্তন পোস্ট ম্যানের জামিন। জামিনের পঞ্চসায়র ডাকঘরের প্রাক্তন পোস্ট ম্যান দীপক মণ্ডল। ভুয়ো নথি তৈরিতে যুক্ত থাকার কোনও প্রমাণই দিতে পারল না পুলিশ। 'ভুয়ো নথি তৈরিতে দীপক মণ্ডলের কোনও ভূমিকা নেই', আদালতে দাবি দীপক মণ্ডলের আইনজীবীর। 'ভুয়ো নথি দিয়ে তৈরির পাসপোর্ট বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন দীপক। এরা সবাই জাল পাসপোর্ট-চক্রের সঙ্গে জড়িত', জামিনের বিরোধিতায় সওয়াল সরকারি আইনজীবীর।
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ছিল ভূত! সম্প্রতি গ্রেফতার হন কলকাতা পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত সাব ইনস্পেক্টর। ধৃত আব্দুল হাই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের পাসপোর্ট সেকশনে কর্তব্যরত ছিলেন। পুলিশ সূত্রে দাবি, জোড়-বিজোড় তারিখের সুযোগ নিয়ে বেছে বেছে ভেরিফিকেশনের নামে জালিয়াতি। সমরেশ বিশ্বাস থেকে মনোজ গুপ্ত, ধীরেন ঘোষ,অবৈধভাবে পাসপোর্ট তৈরির চক্র যে কীভাবে ছড়িয়ে পড়েছে, তা একের পর এক গ্রেফতারি থেকেই স্পষ্ট।
আর এরইমধ্য়ে সম্প্রতি উঠে আসে আরও এক চাঞ্চল্য়কর তথ্য় , সর্ষের মধ্যেই ছিল 'ভূত'। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এক সাব ইনস্পেক্টর। ধৃত আব্দুল হাই, সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের পাসপোর্ট সেকশনে কর্তব্যরত ছিলেন।এই নিয়ে পাসপোর্টকাণ্ডে গ্রেফতার করা হল মোট ৯ জনকে।সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের পাসপোর্ট সেকশনে, এনকোয়ারি অফিসার বা ভেরিফাইং অফিসার ছিলেন তিনি। ওই বিভাগে আড়াই বছর চাকরি করার পর, ২০২৩-এর ৩১ অক্টোবর অবসর নেন আব্দুল হাই।
পুলিশ সূত্রে দাবি, কর্মজীবনেই পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের কিংপিন মনোজ গুপ্ত, সমরেশ বিশ্বাস ও ধীরেন ঘোষদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ধৃত প্রাক্তন SI-এর।উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল অবসরপ্রাপ্ত সাব ইনস্পেক্টরকে। ধৃত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের স্ত্রী বলেছিলেন, 'কোনও সমস্যা, কোনওদিনও আজ পর্যন্ত আমি শুনিনি। যে কোনও একটা সমস্যা হয়েছে, কোনওদিন কোনও অফিসার কোনও কিছু বলেছেন, যে কোনও একটা সমস্যা হয়েছে, এটা কেন করেছেন? ওটা কেন করেছেন? কোনওরকম ত্রুটি আজ পর্যন্ত হয়নি। কীভাবে কী ফাঁসানো হয়েছে, কী হয়েছে, কোনও সামান্য কিছু হলে বড় করে ফাঁসানোর হয়তো চেষ্টা হয়েছে। নাহলে এইভাবে কেন নিয়ে যাওয়া হল।'
আরও পড়ুন, কথা ছিল ম্যাজিক-মিকি মাউসে সময় কাটানোর, মালদায় বোমা ফেটে ২ শিশু গুরুতর আহত ! নেওয়া হল হাসপাতালে..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)