Malda News: কথা ছিল ম্যাজিক-মিকি মাউসে সময় কাটানোর, মালদায় বোমা ফেটে ২ শিশু গুরুতর আহত ! নেওয়া হল হাসপাতালে..
Malda Blast 2 Child Injured: তৃণমূল নেতা খুনের ৪দিন পরে ফের রক্তাক্ত মালদা!
মালদা: কথা ছিল ম্যাজিক-মিকি মাউসে সময় কাটানোর। মায়ের হাত ধরে, যাদের এখনও ভাল করে দেখা হয়নি পৃথিবীটাকেই। এদিকে তারই মাঝে বারবার রক্তাক্ত হচ্ছে শৈশব। কখনও বল কুড়োতে ভুল করে বোমাকেই বল ভেবে বিস্ফোরণের শিকার হয়েছে ক্ষুদের দল। অতীতে একাধিকবার কখনও বা অজান্তেই কচি হাত ছুঁয়ে গিয়েছে মৃত্যুবাণ। আর এবার ফের মালদায় বোমা ফেটে ২ শিশু গুরুতর আহত !
মালদা মেডিক্যালে ভর্তি ২ আহত শিশু। সম্প্রতি মালদায় শ্যুটআউটের ঘটনা ঘটে। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল শাসকনেতাকে। আর তৃণমূল নেতা খুনের ৪দিন পরে ফের রক্তাক্ত মালদা! মালদায় বোমা ফেটে ২ শিশু গুরুতর আহত। কালিয়াচকে ফের সন্ত্রাসের শিকার শৈশব। সম্প্রতি বোমাবিদ্ধ হয়েছিল শৈশব মুর্শিদাবাদের লালগোলায়। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম হয়েছিল ২ স্কুলপড়ুয়া। গুরুতর জখম হয়েছিল তৃতীয় শ্রেণির ছাত্রী ও ষষ্ঠ শ্রেণির ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।
পরিত্যক্ত বাড়িতে কীভাবে এসেছিল বোমা? তদন্তে নেমেছিল পুলিশ। লালগোলা থানার নসীপুর দিয়ার এলাকায় পরিতক্ত বাড়িতে রাখা ছিল বোমা। সেখানে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিল ওই দুই ছাত্র- ছাত্রী। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকা জুড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছিল লালগোলা থানার পুলিশকে। পুলিশ ওই ছাত্রছাত্রীকে উদ্ধার করেছিল। চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। যদিও জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছিল। ওই স্থানে কী কারণে রাখা ছিল বোমা ? তদন্ত নেমেছিল লালগোলা থানা পুলিশ।
আরও পড়ুন, পার্থ-সহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচারকের সঙ্গে কথা কাটাকাটি '..বের করে দেব' !
গত বছর পূর্ব মেদিনীপুরে খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কেড়ে নিয়েছিল বারোটা প্রাণ। ঘটনার ১১ দিন পর খাদিকুল গ্রামে যান মুখ্য়মন্ত্রী। প্রতিবারের মতো সেবারও প্রশাসনের তরফে নানা প্রতিশ্রুতি শোনা গিয়েছিল। কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়েছে কিনা, তা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল কোলাঘাটের বিস্ফোরণ। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ফিরল এগরার খাদিকুলে বাজি বিস্ফোরণে ঝলসে ১১ জনের মৃত্য়ুর ভয়াবহ স্মৃতি।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)