India Bangladesh: হাতে বাংলাদেশের পাসপোর্ট অথচ পশ্চিমবঙ্গের ভোটার! কারা ঢুকিয়েছিল নাম? চাঞ্চল্যকর তথ্য!
Bangladeshi Fake Voter Card: সূত্রের খবর, এই নথিতে দেখা যাচ্ছে কারও কাছে বাংলাদেশের পাসপোর্ট, অথচ ভোটার কার্ড পশ্চিমবঙ্গের ঠিকানায়

কলকাতা: বিধানসভা ভোটের আগে ভূতুড়ে ভোটার বিতর্কে শাসক-বিরোধী সংঘাত চরমে উঠেছে। এর মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জমা পড়ল রিপোর্ট। সেই রিপোর্টে বলা হয়েছে, পাসপোর্ট বাংলাদেশের হলেও পশ্চিমবঙ্গের ভোটার, এমন অন্তত ৫০ জনের নাম মিলেছে। ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের তদন্তের নির্দেশ দিয়েছেন CEO।
ভুয়ো ভোটার নিয়ে বিতর্কের এই আবহেই সামনে এসেছে আরেক চাঞ্চল্যকর ঘটনা। এরকম ৫০ জনের নাম মিলেছে বলে রিপোর্ট জমা পড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। আর এই তথ্য পাঠানো হয়েছে খোদ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে।
সূত্রের খবর, এই নথিতে দেখা যাচ্ছে কারও কাছে বাংলাদেশের পাসপোর্ট, অথচ ভোটার কার্ড পশ্চিমবঙ্গের ঠিকানায়। কেউ হয়তো বাংলাদেশের নাগরিক, অথচ আধার কার্ডের ঠিকানা এ রাজ্যের।
সূত্রের খবর, মূলত দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া-এই ৩ জেলা থেকেই সবথেকে বেশি অভিযোগ এসেছে। আশ্চর্যের বিষয় হল, অনুসন্ধানের জন্য ডেকে পাঠালেও, বেশিরভাগ ব্যক্তিরই কোনও হদিশ মিলছে না। এ যেন যথার্থই ভূতুড়ে ভোটার।
ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO-দের এনিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কিনতু, এই ভূতেদের ভোটার তালিকায় ঢুকিয়েছিল কারা? এরা ভোটার তালিকায় ঢুকলে কাদের লাভ? সব মিলিয়ে ভূতুড়ে ভোটার ইস্যুতে বিতর্ক এবং চাপানউতোর দুটোই চলেছে সমানতালে।
ভুয়ো ভোটার ইস্য়ুতে বারবার তোলপাড় হয়েছে এ রাজ্যের রাজনীতি। সর্ষের মধ্যেই কি লুকিয়ে আছে ভূত? দক্ষিণ চব্বিশ পরগনায় একজন সরকারি অফিসারের সাসপেন্ড হওয়ার ঘটনা এই প্রশ্নটাই তুলে দিয়েছে। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে প্রায় প্রতিদিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তথ্য পাঠানো হচ্ছে।
প্রসঙ্গত, ক'দিন আগেই, নদিয়ার শুধুমাত্র কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা থেকেই বাদ পড়েছে প্রায় ৬ হাজার নাম। যার মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ জনই মৃত। দু'জায়গায় নাম ছিল ১৬ জনের। ২ হাজার ৩৯৪ জন ওই ঠিকানাতেই আর থাকেন না। ২০২৩ এর পর অনলাইনে ইউজার নেম ও পাসওয়ার্ড ব্য়বহার করে যত কাজ হয়েছে তার সবিস্তারে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।






















