North 24 Paraganas News: অবৈধভাবে দীর্ঘদিন ভারতে বসবাস, SIR শুরু হতেই বাংলাদেশে ফেরার ঢল
SIR Row: শিশু থেকে বৃদ্ধ... বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষায় কয়েকশো মানুষ। এদের মধ্যে কেউ ৫ বছর... কেউ ১০ বছর ধরে অবৈধভাবে ভারতেই বসবাস করছিলেন।

সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়, স্বরূপনগর : কেউ ভারতে কাটিয়েছে ৫ বছর, কেউ তারও বেশি। কিন্তু SIR শুরু হতেই বাংলাদেশে ফেরার ঢল নেমেছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে দেখা গেল দেশে ফিরতে অপেক্ষা করছেন শ'য়ে শ'য়ে মানুষ।
দু-সপ্তাহ হল রাজ্যে SIR-এর কাজ শুরু হয়েছে। আর এই আবহেই দেখা গেছে বাংলাদেশে ফেরার হিড়িক! সীমান্তে ধরা পড়েছে বহু বাংলাদেশি। তবে সব ছাপিয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের ছবি। শিশু থেকে বৃদ্ধ... বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষায় কয়েকশো মানুষ। এদের মধ্যে কেউ ৫ বছর... কেউ ১০ বছর ধরে অবৈধভাবে ভারতেই বসবাস করছিলেন। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা লিয়াকত হোসেন বলেন, "আমি তো সাড়ে ৬ বছর ধরে আছি। পরিবারের সবাই। দালালের মাধ্যমে ঢুকেছিলাম। ৩ হাজার টাকার মতো নিয়েছিল। আমরা কাগজ কুড়ানি।"
দেশ ভাগের পর নিজেদের ভিটে-মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসার ছবি ধরা পড়েছিল। তাতে ছিল অনেক যন্ত্রণা। ভারত থেকে বাংলাদেশে ফেরার হিড়িকের আবহে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে শ'য়ে শ'য়ে মানুষ মাথায় বোঁচকা, হাতে জিনিসপত্র নিয়ে রাস্তা ধরে হেঁটে চলেছেন। তারপর ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তে রাস্তার ধারে আশ্রয় নিচ্ছেন। বাংলাদেশের নাগরিক মহম্মদ মুন্না বলেন, "আমরা এসেছিলাম বর্ডার দিয়ে। আর যাওয়া হয়নি। ব়্যাপিডোতে বাইক চালাতাম।" প্রশাসন সূত্রে দাবি, এভাবেই প্রত্যেকদিন শ'য়ে শ'য়ে মানুষ বাংলাদেশ ফিরতে চাইছে। তাদের মধ্যে অনেককেই BGB-র হাতে তুলে দিচ্ছে BSF।
এরা যখন ভারত থেকে বাংলাদেশে ফিরে যেতে চাইছেন, তখন স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চাযেতের তরফে খাবার দিয়ে সাহায্য করতেও দেখা গেল। তৃণমূল নেত্রী ও বিঠারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জেসমিনা পারভিন সর্দার বলেন, "বর্ডার দিয়ে পুশব্যাক করার জন্য BSF নিয়ে যাচ্ছে। আমি বাজার কমিটিকে বলেছি তাদের খাবার দেওয়ার জন্য। তাদের সঙ্গে যেন কোনও দুর্ব্যবহার করা না হয়। আমি প্রশাসনকে বলব দেখভাল করার জন্য।"
SIR চালু হতেই যখন এই ছবিগুলি সামনে আসছে, তখন ফের অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, "৫৪০ কিলোমিটার জমি দেননি। আর সভায় সভায় দাঁড়িয়ে বলেন অনুপ্রবেশের জন্য দায়ী অমিত শাহ। অনুপ্রবেশের জন্য দায়ী BSF। আরে ভাই, জমি দিয়ে দেন। ২০১৬ সাল থেকে রাজনাথ সিং লিখছেন। অমিত শাহ নিজে নবান্নয় গিয়ে মিটিং করেছেন। আপনার অফিসে গিয়ে মিটিং করেছেন। আপনার আপ্যায়ন গ্রহণ করেছেন। আমরা দেখেছি টিভি-মিডিয়াতে। আপনি জমি দিয়ে দেন, তারপরে যদি বেড়া না তোলে আমরা আপনার সঙ্গে আওয়াজ তুলব যে, বিএসএফ দায়ী।" SIR-এর কাজ একদিন শেষ হবে। নতুন করে ভোটার তালিকা বের হবে। কিন্তু অনুপ্রবেশ সমস্যা কি মিটবে কোনওদিন ?






















