Bankura: বাঁকুড়ায় ফের হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Bankura News: সম্প্রতি উত্তর বনবিভাগে পরপর দুটি হাতির মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসাবে উঠে আসে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া। এই দুটি ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হস্তি শাবকের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন বন দফতর।
![Bankura: বাঁকুড়ায় ফের হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায় Bankura: Dead body of elephant cub recovered in Bankura by forest department Bankura: বাঁকুড়ায় ফের হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/05/276f71a99c9414727c1908b0ef58e1cf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তুহিন অধিকারী, বাঁকুড়া: জঙ্গলের মাঝে উদ্ধার হল হস্তি শাবকের মৃতদেহ (Baby Elephant Dead Body)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ফের হস্তিশাবকের মৃত্যু
ফের হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায় (Bankura)। এবার হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার করল বন দফতর (forest department)। মঙ্গলবার (Tuesday) সকালে বাঁকুড়ার উত্তর বন বিভাগের রাধানগর রেঞ্জের (Radhanagar Range) বড়স্রোত জঙ্গলে মৃত অবস্থায় পাওয়া গেল এক হস্তি শাবককে। তাকে উদ্ধার করে বন দফতর। হস্তি শাবকের বয়স (age) আনুমানিক ৫ থেকে ৬ মাস।
হাতির মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঠিক কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা জানতে ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছে বন দফতর। বন দফতর সূত্রে জানা গেছে, হস্তি শাবকটি হাতির দলের সঙ্গেই ছিল।
আরও পড়ুন: Medinipur News: জলা জমিতে আলোর বিন্যাস, সূর্যমুখী চাষ করে তাক লাগালেন কৃষক
একাধিক হস্তি মৃত্যুর ঘটনা
সম্প্রতি উত্তর বন বিভাগে পরপর দুটি হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। দুটি হাতির ক্ষেত্রেই মৃত্যুর কারণ হিসাবে উঠে এসেছিল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণ। এই দুটি ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হস্তি শাবকের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন বন দফতর।
বন দফতরের তরফে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে যে সাধারণভাবেই এই হাতির মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
হাতির তাণ্ডব
অন্যদিকে, দুর্গাপুরের (Durgapur) অঙ্গদপুর শিল্পতালুকের মায়াবাজারে হাতির তাণ্ডব। স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগে রাত সাড়ে আটটা নাগাদ দামোদর পেরিয়ে মায়াবাজারে ঢুকে পড়ে একটি হাতি। বেশ কয়েকঘণ্টা এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়ায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ (Cops) ও বন দফতরের কর্মীরা। ব্যারাজের জল কম থাকায় তা পার করিয়ে হাতিটিকে বাঁকুড়ার বড়জোড়ার জঙ্গলে পাঠানোর চেষ্টা শুরু হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)