Bankura News: পরিযায়ী এসেছে কত? বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার এলাকায় চলছে পাখি গণনা
Bankura Bird Counting: বনদফতর জানিয়েছে, রাঙামুড়ি, জলকাক, বালি হাঁস, সরাল, কাদাখোঁচা সহ প্রায় ২৫ থেকে ৩০ রকমের প্রজাতির পরিযায়ী পাখির ও স্থানীয় পাখির দেখা মেলে জলাধারে।
পূর্ণেন্দু সিংহ,মুকুটমণিপুর (বাঁকুড়া): বাঁকুড়ায় (Bankura) পাখি গণনার (Bird Counting) কাজে নামল বনদফতর। খতিয়ে দেখা হচ্ছে পাখির প্রজাতি ও সংখ্যা। বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধারে ও জলাধার সংলগ্ন এলাকায় পাখি গণনার কাজ শুরু করেছেন বাঁকুড়া দক্ষিন বনবিভাগের আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল থেকেই জল, জঙ্গল পাহাড় ঘেরা মুকুটমনিপুরের সুবিশাল জলাধার ঘুরে শুরু হল পাখি গণনার কাজ। বাঁকুড়া দক্ষিন বনবি ভাগের উদ্যোগে শুরু হয়েছে এই পাখি গণনার কাজ। বনদফতরের উচ্চপদস্থ আধিকারিকদের ও পক্ষী বিশেষজ্ঞদের নিয়ে এই পাখি গণনার কাজ চলছে।
এদিনে মুকুটমনিপুর জলাধার ঘুরে দেখা মেলে বিভিন্ন পরিযায়ী পাখির দলের। বনদফতর জানিয়েছে, রাঙামুড়ি, জলকাক, বালি হাঁস, সরাল, কাদাখোঁচা সহ প্রায় ২৫ থেকে ৩০ রকমের প্রজাতির পরিযায়ী পাখির ও স্থানীয় পাখির দেখা মেলে জলাধারে। মুকুটমনিপুর জলাধার সহ একাধিক বড় বড় জলাশয়গুলিতেও দেখা হবে পরিযায়ী পাখির সংখ্যা। এই গণনার মধ্য দিয়ে দেখা হবে জেলার বড় বড় জলাশয় গুলিতে আসা পাখির সংখ্যা ও পাখির প্রজাতি।
উল্লেখ্য, প্রকৃতি এবং অতিমারির রোষেই দিন কাটছে বিগত দু’বছর ধরে। তার মধ্যেই অবাক করা দৃশ্য ধরা পড়েছে সাঁতরাগাছি ঝিলে। বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে নতুন বছরের শুরুতেই সেখানে ভিড় জমিয়েছে পরিযায়ী পাখির দল । প্রতি বছরই ঝিলে পাখির সংখ্যা গোনা হয়। তাতেই দেখা গিয়েছে, অন্য বছরের তুলনায় এ বারে পাখির সংখ্যা বেশি। করোনার প্রকোপের মধ্যেও প্রকৃতির এমন কারসাজিতে খুশি পক্ষীপ্রেমীরাও।
ফি বছর শীত পড়তেই হাজার হাজার পরিযায়ী পাখি ভিড় জমায় সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিলে । সাধারণত অক্টোবর মাসের শেষ দিক থেকে হিমালয় পেরিয়ে অথবা পাদদেশ অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা খাবারের সন্ধানে এখানে চলে আসে। এ বছর দেরিতে শীত পড়ায় পরিযায়ী পাখিরা একটু দেরিতেই এসেছে। তবে মাঝে কয়েকদিন বেশ ভাল রকম ঠান্ডা পড়ায় দলে দলে পরিযায়ী পাখিরা এখানে ভিড় জমাতে শুরু করেছে।
প্রকৃতি সংসদের পক্ষ থেকে সাঁতরাগাছি ঝিলে পাখি গণনার কাজ হয়। জানা গিয়েছে, এ বছরে মোট ৬ হাজার ৭৪২ পরিযায়ী পাখি এসেছে। এদের মধ্যে তিনটি ট্রান্স হিমালায়ান প্রজাতির পাখি রয়েছে। তারা হল, লেসার হুইসলিং বার্ড, গাডওয়াল এবং নর্দান পিন্টেল। এদের সংখ্যা যথাক্রমে ৬৬৭৪, ৮ এবং ১। এ ছাড়াও ১১ প্রজাতির পাখি এসেছে। এদের মধ্যে কমন মুরহেন, ব্রোঞ্জ জাকানা, পার্পল হেরন, হোয়াইট ওয়াগটেল, লিটল কর্মরান্ট, গ্রেট ইন্ডিয়ান পন্ড হেরন, হোয়াইট থ্রোটেড কিংফিশার এবং অন্যান্য পাখি রয়েছে।