এক্সপ্লোর
Maa Sarada:'যখন কোনও সমস্যায় পড়বে, মনে রাখবে তোমাদের একজন মা আছেন'
Maa Sarada Birth Anniversary: শ্ৰীশ্ৰীমা ছিলেন “রামকৃষ্ণগতপ্রাণা”। তাঁর প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে
আজ শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি। ছবি সূত্র- Ramakrishna Math and Ramakrishna Mission, Belur Math
1/9

আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৭২ তম জন্মতিথি। পৌষের কৃষ্ণাসপ্তমী তিথিতেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী সারদাদেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদাদেবীকে। আর স্বামী বিবেকানন্দ তাঁকে দিয়েছিলেন সঙ্ঘ জননীর স্থান। ছবি সূত্র- রামকৃষ্ণ মঠ মিশন, বেলুড় মঠ/ ফেসবুক
2/9

আজ সকাল থেকেই জয়রামবাটি মাতৃমন্দিরে উৎসবের মেজাজ। ভোরে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়। শোভাযাত্রা সহকারে মাতৃমন্দির থেকে শুরু হয়ে প্রভাতফেরি গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে। ভিনরাজ্য থেকেও এদিন জয়রামবাটিতে এসেছেন ভক্তরা। ছবি সূত্র- রামকৃষ্ণ মঠ মিশন, বেলুড় মঠ/ ফেসবুক
3/9

জয়রামবাটির পাশাপাশি বেলুড় মঠেও পালিত হচ্ছে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসছেন ভক্তরা। ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে জন্মতিথি উৎসবের সূচনা হয়। ছবি সূত্র- রামকৃষ্ণ মঠ মিশন, বেলুড় মঠ/ ফেসবুক
4/9

পাশাপাশি, চলছে স্তবগান, ভজন, মাতৃসঙ্গীত। কীর্তন, গীতিনাট্য, বাউল গান ও ভজন-সহ নানা ধরনের অনুষ্ঠান রয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত প্রসাদ বিতরণ করা হবে। শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে আজ সারাদিন বেলুড় মঠ খোলা থাকবে। ছবি সূত্র- রামকৃষ্ণ মঠ মিশন, বেলুড় মঠ/ ফেসবুক
5/9

শ্রীমা সারদা দেবী: এক মৌলিক ব্যক্তিত্ব স্বামী ঋতানন্দ লিখেছেন, মায়ের ব্যক্তিত্বের কথা। যিনি ছিলেন সত্যরূপিনী, সত্যে প্রতিষ্ঠিত। তাই বলেছিলেন- মঠের ছেলেরা প্রয়োজনে গাছতলায় আশ্রয় নেবে, তবু সত্যভঙ্গ করবে। ছবি সূত্র- রামকৃষ্ণ মঠ মিশন, বেলুড় মঠ/ ফেসবুক
6/9

শ্রীমায়ের শতবর্ষ-জয়ন্তী গ্রন্থে বলা আছে যে শ্ৰীশ্ৰীমা ছিলেন “রামকৃষ্ণগতপ্রাণা”। তাঁর প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে। মা আমার মা-দিদিমাকে বলতেন, “জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো। তাহলে কোনও কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ-কষ্ট কার বা নেই? ওসব তো থাকবেই; তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ ও কষ্ট তখন আর তোমার ওপর ছাপ ফেলতে পারবে না।”ছবি সূত্র- রামকৃষ্ণ মঠ মিশন, বেলুড় মঠ/ ফেসবুক
7/9

মায়ের শেষ উপদেশ ছিল, “কারও দোষ দেখো না।” আর একটি কথা বলতেন, “যখন তোমরা কোনও সমস্যায় পড়বে, যখন কোনও মানসিক অশান্তি আসবে, তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন।” ছবি সূত্র- রামকৃষ্ণ মঠ মিশন, বেলুড় মঠ/ ফেসবুক
8/9

সঙ্ঘ জননীকে নিয়ে বিবেকানন্দ বলেছিলেন- 'শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা-ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাঁকে অবলম্বন করে আবার গার্গী, মৈত্রেয়ী জগতে জন্মাবে'।
9/9

স্বামী ব্রহ্মানন্দ মা সারদা প্রসঙ্গে বলেছিলেন, 'আহা! মায়ের কী অপরিসিম করুণা! তিনি স্বয়ং সকলকে কাছে ডেকে নিচ্ছেন। তাঁদের ধুয়েমুছে শান্তি দিচ্ছেন আর তারা উদ্ধার হয়ে যাচ্ছে'।
Published at : 22 Dec 2024 10:21 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের





















