BJP: বিজেপি নেতা 'খুন', আগুন জ্বেলে করা হয় অবরোধ পুলিশের সঙ্গে বচসায় রণক্ষেত্র গঙ্গাজলঘাটি
বিজেপি নেতার রসহ্যমৃত্যর ঘটনায় এখনও উত্তেজনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে। পুলিশের সঙ্গে বিজেপি বিধায়কের তীব্র বাদানুবাদ।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: বিজেপি (BJP) নেতার রসহ্যমৃত্যু ঘিরে গঙ্গাজলঘাটিতে (Ganghajalghati) ফের উত্তেজনা। খুনের অভিযোগের তদন্তের গতিপ্রকৃতি জানতে এলাকায় গেলে বিজেপি (BJP) বিধায়কদের সঙ্গে বচসা পুলিশ আধিকারিকদের। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও কথা কাটাকাটি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
বিজেপি নেতার রসহ্যমৃত্যর ঘটনায় এখনও উত্তেজনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে। পুলিশের সঙ্গে বিজেপি বিধায়কের তীব্র বাদানুবাদ। বুধবার সকালে গঙ্গাজলঘাটির নিধিরামপুরে বাড়ির অদূরে উদ্ধার হয় বিজেপি (BJP) নেতা ও গত পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) প্রার্থী শুভদীপ মিশ্র ওরফে দীপু-র ঝুলন্ত দেহ। দেহের সঙ্গে দুই হাত বাঁধা ছিল।
বিজেপি নেতাকে খুন করা হয়েছে এই অভিযোগ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। দেহ উদ্ধারে পুলিশকে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় শুয়ে পড়েন বিজেপি বিধায়ক। সিবিআই তদন্তের দাবিতে, ৬০ নম্বর জাতীয় সড়কে আগুন জ্বেলে করা হয় অবরোধ।
বৃহস্পতিবার সকালে গ্রামে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, ছাতনা ও শালতোড়ারবিজেপি বিধায়ক। সেখানেই পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে তাঁদের বচসা হয়। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশের সঙ্গে কথা বলেন সুভাষ সরকার। খুনের নেপথ্যে তৃণমূলকে নিশানা করে বিজেপি সিবিআই (CBI) তদন্ত দাবি করলেও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। সব মিলিয়ে বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘিরে এখনও উত্তেজনা গঙ্গাজলঘাটির নিধিরামপুরে। তুঙ্গে রাজনীতি।
গঙ্গাজলঘাটিতে বিজেপি নেতাকে খুনের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গতকাল এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট, পঞ্চায়েত ভোটে নিধিরামপুরে বিজেপির প্রার্থী হন শুভদীপ। তাঁর জনপ্রিয়তা মানতে পারেনি তৃণমূল। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় খুন করা হয়েছে শুভদীপকে। তৃণমূলের দুষ্কৃতীদের আড়াল করবে রাজ্য পুলিশ, তাই CBI তদন্তের দাবি জানাচ্ছি। এক্স হ্যান্ডলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
আরও পড়ুন: Fake Note Recovered : লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, কলকাতা থেকে গ্রেফতার মূল পাণ্ডা






















