Bankura News: কলকাতায় ক্যাব ভাড়া নিয়ে বিহারে গিয়ে ছিনতাই, পুলিশের জালে আন্ত:রাজ্য গাড়ি পাচার চক্র
Inter State Car Theft Racket: আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের চারজন সদস্যকে গ্রেফতার করল বাঁকুড়ার শালতোড়া থানার পুলিশ। কলকাতা থেকে ক্যাব ভাড়া নিয়ে বিহারে পাচার করেছিল তারা।
পূর্ণেন্দু সিংহ, ঝালদা: কলকাতা থেকে ঝালদা যাওয়ার নাম করে একটি নামী ক্যাব সংস্থার গাড়িতে উঠেছিল তিন দুষ্কৃতী। নিখুঁত পরিকল্পনা মতো রাস্তার মাঝে ক্যাবের চালকের সর্বস্ব লুঠ করে চালকের হাত-পা বেঁধে ফেলে রেখে গাড়ি নিয়ে প্রতিবেশী রাজ্য বিহারে চম্পট দেয় দুষ্কৃতীরা। কিন্তু, শেষ রক্ষা হল না। তদন্তে নেমে বিহার থেকে খোয়া যাওয়া গাড়ি উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হল আন্ত:রাজ্য গাড়ি পাচার চক্রের (Inter state car theft racket) সদস্যদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ কলকাতার গিরিশ পার্ক এলাকা থেকে পুরুলিয়ার ঝালদা যাওয়ার নাম করে একটি নামী সংস্থার ক্যাব বুক করে তিন যুবক। ক্যাব নিয়ে সম্রাট মিশ্র নামের এক ক্যাব চালক হাজির হলে তিন যুবক তাঁর গাড়িতে চড়ে ঝালদার দিকে রওনা দেয়। অভিযোগ, গাড়ি নিয়ে বাঁকুড়ার শালতোড়া থানার বিহারীনাথের উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই গাড়ির ওই তিন যাত্রী ক্যাব চালককে ছুরি দেখিয়ে দুটি মোবাইল ও নগদ টাকা সহ ক্যাব চালকের সর্বস্ব লুঠ করে নেয়। এরপর ক্যাব চালকের হাত-পা দড়ি দিয়ে বেঁধে তাঁকে রাস্তায় ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় তিন দুষ্কৃতী। পরেরদিন ওই ক্যাব চালক শালতোড়া থানায় অভিযোগ দায়ের করেন।
এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে বিহারের গিরিডি থেকে সঞ্জিত কুমার রবিদাসকে গ্রেফতার করে। যে তিনজন যাত্রী গাড়ি চুরি করেছিল এই সঞ্জিত কুমার রবিদাস ছিল তাদের অন্যতম। সঞ্জিতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ক্যাব বুকিং এর জন্য যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল সেই নম্বরের সিম কার্ড সরবরাহ করেছিল বিহারের বাঁকা জেলার বাসিন্দা বিকাশ কুমার ও বিজয় কুমার। বিকাশ ও বিজয়কে গ্রেফতারের পাশাপাশি খোয়া যাওয়া গাড়ি উদ্ধারে কোমর বেঁধে নামে তদন্তকারীরা।
একাধিক সূত্র ও জিজ্ঞাসাবাদে সঞ্জিত কুমার রবিদাসের কাছ থেকে পাওয়া তথ্য মিলিয়ে শুক্রবার শালতোড়া থানার পুলিশ হানা দেয় বিহারের পুর্ব চম্পারণ জেলায়। সেখানে বিকাশ সাহানি নামের স্থানীয় এক গাড়ি চালককে গ্রেফতার করে শালতোড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বিকাশ সাহানি মোটা টাকার বিনিময়ে খোয়া যাওয়া গাড়িটি কিনেছিল চোরাচালান চক্রের কাছে। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করছে পুলিশ। পুলিশের দাবি এখনও পর্যন্ত গাড়ি চুরি ও চোরাচালানের সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করা হলেও এই ঘটনার কিংপিন সহ অন্যান্যদের খোঁজ চলছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: TMC News: ভোটে হারানোর চেষ্টার অভিযোগ, বাঁকুড়ায় তিন নেতাকে সাসপেন্ড করল তৃণমূল