TMC News: ভোটে হারানোর চেষ্টার অভিযোগ, বাঁকুড়ায় তিন নেতাকে সাসপেন্ড করল তৃণমূল
Bankura TMC News: ভোটের সময় বিরোধীদের সাহায্য করার জন্যই ওই এলাকায় শাসকদল পিছিয়ে রয়েছে, এমনই অভিযোগ উঠেছিল দলের অন্দরেই
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ায় (Bankura) ভোটপ্রাপ্তির নিরিখে লোকসভার সাতটি বিধানসভার মধ্যে পাঁচটিতেই এগিয়ে তৃণমূল। কিন্তু পুর এলাকায় বিজেপির দাপট রয়েছে। লোকসভা নির্বাচনে জয়ের পরেও বেশ কিছু পুর এলাকাতেই পিছিয়ে তৃণমূল।
ভোটে হারানোর চেষ্টার অভিযোগে বাঁকুড়ায় তিন অঞ্চল সভাপতিকে সাসপেন্ড করল তৃণমূল। লোকসভা ভোটে বিজেপির কাছ থেকে বাঁকুড়া আসনটি ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তবে কয়েকটি জায়গায় ফল খারাপ হয়। তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, তদন্তে দেখা যায়, পার্শ্বলা, সিমলাপাল ও কেঞ্জাকুড়ার তিন অঞ্চল সভাপতির দলবিরোধী কাজ এবং ভোটের সময় বিরোধীদের সাহায্য করার জন্যই ওই এলাকায় শাসকদল পিছিয়ে রয়েছে।
এরপরই তিন নেতাকে দল থেকে সাসপেন্ড করা হয়। সাসপেন্ডেড এক নেতা দলবিরোধী কাজের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বিজেপির কটাক্ষ, বিজেপি ভোট পাওয়ায় নীচুস্তরের নেতাদের ওপর জুলুম করছে তৃণমূল। প্রমাণ পেলে আরও ব্যবস্থা নেব, জানিয়েছেন বাঁকুড়ার সাংসদ ও তৃণমূল জেলা সভাপতি অরূপ চক্রবর্তী।
আরও পড়ুন, বৃষ্টিতে স্বস্তি বাজারে! দাম কমতে পারে কোন কোন সবজির?
তবে ভোটের পরও দলের মধ্যে অন্তর্কলহ নিয়ে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদ। ভোটে জিতলেও দলের 'বিশ্বাসঘাতক'দের হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। 'শীর্ষ নেতৃত্বকে বলে বিশ্বাসঘাতকদের দল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছি। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল', হুঙ্কার বাঁকুড়ায় তৃণমূলের জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তীর। নিজেরই বিধানসভা তালডাংরার একাধিক পঞ্চায়েতে পিছিয়ে অরূপ।
বাঁকুড়া শহরকেন্দ্রিক বাঁকুড়া বিধানসভায় তৃণমূলের চেয়ে ১৬,৩১২টি ভোট বেশি পেয়েছে বিজেপি। সারা রাজ্যে সবুজ ঝড়ের মাঝে বাঁকুড়া পুর এলাকায় এই হাল কেন, তারই ময়নাতদন্ত শুরু করেছিল তৃণমূল। খারাপ ফলের পিছনে কি অন্তর্ঘাত রয়েছে? সেই প্রশ্নের উত্তর খোঁজা চলছে বলেই জানিয়েছিলেন ওই এলাকার তৃণমূল নেতৃত্ব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে