Bankura News: বালটিকুরি ESI হাসপাতালে আক্রান্ত চতুর্থ শ্রেণির কর্মী, ফের প্রশ্নের মুখে 'নিরাপত্তা'
Bankura ESI Hospital Staff Attacked : আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বালটিকুরি ESI হাসপাতালে আক্রান্ত চতুর্থ শ্রেণির কর্মী !
কলকাতা: আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের হাসপাতালে তাণ্ডবের অভিযোগ। বালটিকুরি ESI হাসপাতালে আক্রান্ত চতুর্থ শ্রেণির কর্মী। ফের প্রশ্নে হাসপাতালের নিরাপত্তা। ESI কার্ড করা নিয়ে বচসার জেরে হামলার অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। বালটিকুরি ESI হাসপাতালেই ভর্তি চতুর্থ শ্রেণির কর্মী। বাঁকড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার রোগীর পরিবারের।
আরজিকর কাণ্ডের পর রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। এমনকি আরজিকর কাণ্ডের পর, আরও একাধিক ঘটনার সাক্ষী বাংলা। সম্প্রতি রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল মুকুন্দপুরের একটি নার্সিংহোমে। ভাঙচুর করার পাশাপাশি চিকিৎসকদের হেনস্থা করার অভিযোগ উঠেছিল রোগী পরিবারের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ ছিল, রোগীর মৃত্যুর পরেও বাড়ানো হয়েছে বিল। অভিযোগ অস্বীকার করেছিল কর্তৃপক্ষ।
গতকাল নবান্নের সভাঘরেও অনিকেত মাহাতোর প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। 'ডায়মন্ড হারবারে থ্রেট কালচারে অভিযুক্ত অধ্যক্ষের ঘরে তালা দিয়েছে', আর জি কর মেডিক্যালে হামলায় অভিযুক্তরা সবাই জামিনে মুক্ত। মুখ্যমন্ত্রীর কাছে সরকারের অবস্থান জানতে চাইল জুনিয়র ডাক্তাররা। 'যৌন হেনস্থা থেকে চাঁদা আদায়, হেনস্থা, থ্রেট কালচারে কিছুই বাকি নেই। অনেকে অনেক কিছু বলতে পারে না, বলার জায়গাও নেই', অধ্যক্ষের ঘরে তালা, তাহলে কোথায় সুরক্ষা? প্রশ্ন অনিকেত মাহাতোর।
এরপর অনিকেতের সংযোজন, 'আমি ওখানের থার্ড ইয়ার পিজিটি।..কলেজের ভিতরে কী পরিমাণ অপরাধমূলক পরিস্থিতি তৈরি হচ্ছিল ! সেই জায়গা থেকে মনে করি ম্যাডাম, আরজি কর মেডিক্যাল কলেজে যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল, সেই রিপোর্ট যখন আসে,আন্দোলন করতে গিয়ে যখন ওই ছেলেগুলির সঙ্গে পরিচয় হয়, তাঁরা তিন-চারটে বছর নারকীয় যন্ত্রণার সঙ্গে কাটিয়েছে ম্যাডাম। হয়তো অভয়া মারা গিয়েছে। কিন্তু তাঁদের ওই যন্ত্রণাগুলির একটা কমিটি দিয়ে এ যন্ত্রণা প্রশমিত করা যায় না।'
আরও পড়ুন, একদিনে সব কিছু পাওয়া যাবে না বাবু, একটু ওয়েট করো : মুখ্যমন্ত্রী
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।