(Source: Poll of Polls)
Bankura News: বাইককে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা, মদ্যপ চালককে ধরতে গিয়ে আহত সিভিক ভলেন্টিয়ার
Bankura Accident: বাইককে ধাক্কা দিয়ে মদ্যপ মারুতি চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিল। খবর পেয়ে মারুতিটিকে আটক করতে গিয়ে বেপরোয়া মারুতির ধাক্কায় গুরুতর জখম হলেন এক সিভিক ভলেন্টিয়ারও।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাইককে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা মদ্যপ মারুতি চালকের।বেপরোয়া মারুতির গতিরোধ করতে গিয়ে আহত সিভিক ভলেন্টিয়ারও (Civic Volunteer)। উলটো দিক থেকে আসা বাইককে ধাক্কা দিয়ে মদ্যপ মারুতি চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিল। খবর পেয়ে মারুতিটিকে আটক করতে গিয়ে বেপরোয়া মারুতির ধাক্কায় গুরুতর জখম হলেন এক সিভিক ভলেন্টিয়ারও। গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার (Bankura) সারেঙ্গা থানার খয়েরপাহাড়ি এলাকায়। পরে কাড়ভাঙ্গার কাছে গাড়িটিকে আটক করে পুলিশ (Police)। গ্রেফতার করা হয় চালককে।
মদ্যপ চালক ঠিক কী করেছিল ?
জানা গিয়েছে, গতকাল রাতে একটি মারুতি বাঁকুড়ার সারেঙ্গা থেকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার দিকে যাচ্ছিল। অভিযোগ মারুতি চালক মদ্যপ থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মারুতিটি খয়েরপাহাড়ির কাছে উলটো দিক থেকে আসা একটি বাইকে ধাক্কা দেয়। বাইকে সওয়ার এক মহিলা ও এক শিশু সহ তিনজন রাস্তার ধারে ছিটকে পড়ে। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসী মারুতিটির পিছনে তাড়া করলে বেপরোয়া গতিতে এলাকা ছাড়ে মারুতিটি।
আহতদের কোথায় নেওয়া হল ?
খবর পেয়ে খয়েরপাহাড়ি চেকপোস্টের কাছে সন্দীপ মাহাতো নামের এক সিভিক ভলেন্টিয়ার মারুতিটির গতিরোধের চেষ্টা করলে, মারুতিটি তাঁকেও ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পশ্চিম মেদিনীপুরের সীমানায় মারুতিটিকে আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় চালককে। এই ঘটনায় আহত সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে এবং বাইকে সওয়ার থাকা এক মহিলা ও শিশু সহ আহত তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে বাঁকুড়া জেলার ছায়া অনেকটা মালদাতেও। অভিযুক্ত শুধুই মারুতির বদলে বাইক আরোহী।
আরও পড়ুন, 'তৃণমূলের দাদাগিরি শেষ, কে কখন ঢুকে যাবে ঠিক নেই, তাই বিধানসভায় প্রস্তাব', বিস্ফোরক দিলীপ
বাঁকুড়ার ছায়া অনেকটা মালদাতেও
মালদার চাচঁল বাস স্ট্যান্ড এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে সিগনাল ভেঙে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারার অভিযোগ ওঠে বাইক আরোহীর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, সিগনাল ভেঙে একটি মোটরবাইক দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল দেখে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার সেটি আটকানোর চেষ্টা করেন। তখনই ঘটে বিপত্তি। ওই বাইক আরোহী, সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারেন বলে অভিযোগ। চোখের সামনে ঘটনাটি ঘটতে দেখে প্রতিবাদ করেন স্থানীয়রা। প্রকাশ্যে বাইক আরোহীকে চড় থাপ্পর মারেন তাঁরা। এরপরই চাঁচল থানার পুলিশ এসে বাইক আরোহীকে আটক করে নিয়ে যায়।