(Source: ECI/ABP News/ABP Majha)
Jyotsna Mandi: 'তীব্র নিন্দা জানাচ্ছি', অখিল ইস্যুতে প্রতিক্রিয়া খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির
Jyotsna Mandi attacks Akhil issue: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুরুচিকর মন্তব্যে ক্ষুব্ধ আদিবাসী সমাজ।কী বললেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ?
বাঁকুড়া: রাষ্ট্রপতিকে (President Draupadi Murmu) নিয়ে অখিল গিরির (Akhil Giri) কুরুচিকর মন্তব্যে ক্ষুব্ধ আদিবাসী সমাজ। বাঁকুড়ার খাতরায় খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে (Jyotsna Mandi) ঘিরে বিক্ষোভ আদিবাসীদের। বাড়ি থেকে বেরোতেই মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ আদিবাসীদের। অখিল গিরিকে অবিলম্বে গ্রেফতারির দাবিতে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ। ঘটনায় প্রতিক্রিয়া দিলেন জ্যোৎস্না মান্ডি। জ্যোৎস্না মান্ডি বলেন, 'আমি একজন আদিবাসী মহিলা হয়ে, রাষ্ট্রপতিকে যেভাবে তিনি তীব্র আক্রমণ করেছেন এবং তার বডি ল্যাঙ্গোয়েজ যা ছিল, সেটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।'
তিনি আরও বলেন, 'সম্মানীয় রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরি যে মন্তব্য করেছেন, সেটা নিয়েই তাঁরা বিক্ষোভ সমাবেশে নেমেছিলেন। সেই সময় আমি পেরোচ্ছিলাম। তখন আমার গাড়ি ধরে দাঁড়ায়। আটকে ছিলেন। একজন আদিবাসী মহিলা হয়ে কী বক্তব্য তা জানতে চান। ব্যক্তিগতভাবে, উনি যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ করে বলেছেন, আমি সেটাকে সমর্থন করি না একজন আদিবাসী মহিলা হয়ে। উনি যেটা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত মতামত।'
প্রসঙ্গত, রাষ্ট্রপতিকে নিয়েও বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে।অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির।
অন্যদিকে, কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দিলেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য গণতন্ত্রের অপমান। ১৪০ কোটি জনগণকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। এই জঘন্য মন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’। জাতীয় মহিলা কমিশনারকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন সৌমিত্র খাঁ। পাশাপাশি রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির গ্রেফতারি দাবিও জানিয়েছেন তিনি। অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করেন অমিত মালব্য।
আরও পড়ুন, 'আমাদের সরকার, আমাদের শাসন', কাটোয়াকাণ্ডে রাজ্যকে খোঁচা রাহুল-সুজনের
অখিল গিরি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'আমরা কালো সাদায় বিশ্বাস করি না, মানুষকে নিয়ে চলাই আমাদের ধর্ম'। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অখিল গিরির যে মন্তব্য নিয়ে বিতর্ক তা অবাঞ্ছিত। এ বিষয়ে দুঃখপ্রকাশ করে তিনি যা বলার বলেছে। গোটা বিষয়টি তাঁর ব্যক্তিগত বিষয়। দলের বক্তব্যর কোনও যোগ নেই। মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মহিলাদের সম্মান দেন। রাষ্ট্রপতিকে তো বটেই। এই অখিলবাবুকে লাগাতার আক্রমণ করেছেন শুভেন্দু। উনি এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। আমি ডিফেন্ড করছি না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকেও তো যা তা ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতারা।'