Bankura News: এক দশকের বেশি সময় ধরে থমকে রেলপথ নির্মাণের কাজ, আন্দোলন স্থানীয়দের
Agitation News: অবিলম্বে প্রকল্পের কাজ শুরুর দাবিতে প্রস্তাবিত রেলপথের দুপাড়ের মানুষ এবার নামল আন্দোলনে।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: এক দশকেরও বেশি সময় ধরে থমকে ছাতনা মুকুটমণিপুর (Bankura News) রেলপথ নির্মাণের কাজ। এবার আন্দোলন শুরু করল প্রস্তাবিত রেলপথের দু’পাড়ের মানুষ। প্রকল্পকে ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত অব্যাহত।
থমকে রেলপথ নির্মাণের কাজ: এক দশকেরও বেশি সময় ধরে থমকে প্রস্তাবিত ছাতনা মুকুটমণিপুর রেলপথ নির্মাণের কাজ। অবিলম্বে প্রকল্পের কাজ শুরুর দাবিতে প্রস্তাবিত রেলপথের দুপাড়ের মানুষ এবার নামল আন্দোলনে। অভিযোগ, যদিও এই প্রস্তাবিত রেলপথকে ঘিরে এখনও একে অপরকে দোষারোপ করেই দায় এড়াচ্ছে কেন্দ্র ও রাজ্য। গত প্রায় দেড় দশক আগে মুকুটমণিপুর সহ বাঁকুড়ার জঙ্গলমহলকে রেলপথে যুক্ত করার জন্য ছাতনা মুকুটমণিপুর রেলপথ নির্মাণের প্রস্তাব গ্রহণ করে কেন্দ্র। প্রাথমিক ভাবে অর্থ বরাদ্দ হওয়ায় শুরু হয় কাজ। রেলপথের একাংশে জমি অধিগ্রহণ করার কাজও হয়ে যায়। কিন্তু এক দশক আগে হঠাৎই বন্ধ হয়ে যায় ওই রেলপথ নির্মাণের কাজ। অভিযোগ, বারবার এলাকাবাসী আবেদন জানালেও গত এক দশকে আর একচুলও এগোয়নি কাজ। অবশেষে ফের একবার ওই রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবিতে জোরদার আন্দোলন শুরু করলেন প্রস্তাবিত রেলপথের দুধারের মানুষ।
এদিন সকালে প্রস্তাবিত ওই রেলপথের পাঁচটি পয়েন্ট থেকে একই সাথে পদযাত্রা শুরু করলেন স্থানীয়রা। কাজ শুরু না হওয়া পর্যন্ত এভাবেই আগামীদিনে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বিজেপির দাবি জমি অধিগ্রহণে রাজ্য টালবাহানা করাতেই থমকে রয়েছে প্রকল্পের কাজ। অন্যদিকে রাজ্যের দাবি, ৭০ শতাংশ জমি অধিগ্রহণ করে দিয়েছে রাজ্য। কিন্তু তারপরও কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করাতেই থমকে রয়েছে কাজ। অবশ্য এই প্রকল্পের এরকম দশার জন্য কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই দুষেছে বামেরা।
এদিকে বসিরহাটের (Basirhat) হিঙ্গলগঞ্জের সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় জলের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। অভিযোগ, প্রায় দু বছর ধরে কল বসানো আছে কিন্তু তাতে জল নেই। কল পড়ে রয়েছে বিকল হয়ে। বহুদূর থেকে জল নিয়ে আসতে হয় এলাকাবাসীকে। পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিসে পর্যন্ত এলাকার মানুষ বহুবার জানিয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। অবশেষে এদিন বিক্ষোভ দেখান মহিলারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Murshidabad News: নিখোঁজ যুবকের দেহ উদ্ধার বড়ঞায়, দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের