Bankura News: ঝোপ থেকে উদ্ধার হাড়গোড়, শিশুকন্যার মৃত্যুতে গ্রেফতার মা-বাবা
Bankura Parents Arrest: অভিযুক্তকে নিয়ে তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে থেকে বেশকিছু হাড়গোর উদ্ধার করে বাঁকুড়া সদর থানা।

বাঁকুড়া: বাঁকুড়ায় শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেফতার মা-বাবা। পুলিশ সূত্রে খবর, জেরায় মেয়েকে খুনের কথা করেছে স্বীকার বাবা। উদ্ধার করা হয়েছে হাড়গোড়। হাড়গোড় শিশুকন্যার কিনা নিশ্চিত হতে ফরেন্সিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাঁকুড়ায় শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেফতার মা-বাবা। পুলিশ সূত্রে খবর, জেরায় মেয়েকে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত বাবা। অভিযুক্তকে নিয়ে তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে থেকে বেশকিছু হাড়গোর উদ্ধার করে বাঁকুড়া সদর থানা। সেগুলো শিশুকন্যার কিনা নিশ্চিত হতে সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে শিশুকন্যাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। কিছুদিন আগে বাড়ি থেকে শিশুকন্যা নিখোঁজ হয়ে গেছে বলে অভিযোগ করেন মা-বাবা। তদন্তে নেমে তাঁদের অসংলগ্ন কথা শুনে সন্দেহ হয় পুলিশের। মা-বাবাকে আটক করে বাঁকুড়া সদর থানা। পুলিশ সূত্রে খবর, টানা জেরার মুখে ভেঙে পড়েন তাঁরা।
এদিকে দিন কয়েক আগে বেহাল রাস্তার কারণে ঠিক সময় চিকিৎসা না মেলায় শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে ডেবরায়। ডেবরার কাঁকড়া গ্রামের বাসিন্দাদের দাবি বেশ কয়েক বছর ধরে বেহাল গ্রামে ঢোকার মূল রাস্তা। কাদা পেচপেচে অবস্থা। গত ১৭ জুলাই ভোরে অসুস্থ হয় স্থানীয় এক শিশু। কিন্তু, অভিযোগ খারাপ রাস্তার কারণে ঠিক সময়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। ফলে, রাস্তাতেই মৃত্যু হয় তার। মৃত শিশুর মা চম্পা মুর্মু বলেন, "সময় মতো আমার মেয়েকে আমি পৌঁছতে পারিনি ডাক্তারের কাছে, যদি রাস্তাটা ভাল থাকতো আমার ঘরের সামনে গাড়ি এসে আমার মেয়েকে নিয়ে যেত, টাইমে হলে ট্রিটমেন্টও পেত, কিন্তু এই রাস্তার জন্য আমি হেঁটে হেঁটে গিয়ে।''
এই প্রথম নয়, এর আগেও এই গ্রামে বেহাল রাস্তার জেরে সময় মতো চিকিৎসা না মেলায় আরও দু-জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য মৃত শিশুর বাড়িতে এলে, তাঁকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা। পঞ্চায়েত সদস্য ও বিজেপি নেতা অভিজিৎকুমার সিংহ বলেন, "রাস্তা দীর্ঘদিন খারাপ, সারাই-মেরামত কিছু হয়নি, প্রশাসন থেকে অনেকবার আশ্বাস দিয়েছে স্থানীয় মানুষকে। অঞ্চল আমাকে না দিলে আমি কোথা থেকে কাজ করব? এটা প্রায় দেড় কিলোমিটার রাস্তা।''






















